মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পৃথিবীর সবচেয়ে দীর্ঘ লকডাউন শেষ করতে যাচ্ছে মেলবোর্ন। আজ রোববারই ২৬২ দিন পর স্বাভাবিক জীবনে ফিরছে অস্ট্রেলিয়ার শহরটি। রোববার (১৭ অক্টোবর) ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রু এই ঘোষণা দেন।
অ্যান্ড্রু জানান, আগামী বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ‘স্টে অ্যাট হোম’ নির্দেশনা প্রত্যাহার করা হবে। থাকবে না কারফিউ, চলাচলের ওপর কোন নিষেধাজ্ঞাও। তবে বাড়িতে আয়োজন করা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন ১০ জন মানুষ। আর বাইরের আয়োজনে জড়ো হতে পারবেন ১৫ থেকে সর্বোচ্চ ৫০ জন। রাজ্যটিতে পূর্ণাঙ্গ ভ্যাকসিন গ্রহণ ৭০ শতাংশের পৌঁছানোর পরই গৃহীত হলো এ সিদ্ধান্ত।
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাস থেকে ছ’দফায় শহরটিতে জারি করা হয় লকডাউন। কঠোর বিধিনিষেধ মেনে চলছিলেন মেলবোর্নের ৫০ লাখ বাসিন্দা। গোটা বিশ্বের মধ্যে করোনা মহামারি মোকাবেলায় সবচেয়ে দীর্ঘদিন লকডাউন মেনে চলেছে মেলবোর্ন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।