Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানিয়ে’র ‘ব্যক্তিত্বের’ জন্য কিমের তালাকের আবেদন!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

‘স্যাটারডে নাইট লাইভ’ (‘এসএনএল’) অনুষ্ঠানে কিম কার্ডাশিয়ান রসিকতা করে বলেছেন, খুব ক্যারিশম্যাটিক না বলে তিনি কানিয়ে ওয়েস্টের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। তিনি আরও বলেন, কানিয়ে ওয়েস্টের ‘ব্যক্তিত্বের’ কারণে তাকে তিনি তালাক দিয়েছেন। ৪০ বছর বয়সী রিয়েলিটি টিভি তারকা কার্ডাশিয়ান গত ফেব্রæয়ারিতে র‌্যাপ গায়ক ওয়েস্টের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। অনুষ্ঠানের শুরুতে নিজের স্বাগত উক্তিতে কিম জানান কানিয়ের সঙ্গে আলাদা হবার পেছনে তার প্রধান যুক্তি হল সে তেমন ক্যারিশম্যাটিক ব্যক্তিত্বের অধিকারী নয়। কিম-কানিয়ের চার সন্তানের মধ্যে দুই কন্যা নর্থ (৮) ও শিকাগো (৪) এবং দুই পুত্র- সেইন্ট (১ বছর) ও সাম (২ বছর)। কিম বলেন, আমি জীবন নিয়ে সন্তুষ্ট। চড়াই উৎরাই নিয়েই আমি কৃতজ্ঞ। আমি বিশ্বের সর্বকালে সেরা র‌্যাপারকে বিয়ে করেছিলাম। শুধু তাই নয়, সে আমেরিকায় সবচেয়ে ধনবান কৃষ্ণাঙ্গ, একজন প্রতিভাবান, প্রমাণিত জিনিয়াস যে আমাকে চারটি অসাধারণ সন্তান উপহার দিয়েছে। তাই যখন তাকে তালাক দিলাম তা শুধু একটি কারণে : তার ব্যক্তিত্ব। আমি জানি, এটি নির্দয় মনে হবে তবে অন্যরা আমাকে তাই বলেছে। তবে আমি জানি এটাই সত্য। কানিয়ে আর তার নিজের সৎপিতার রাজনৈতিক অভিলাষ নিয়েও রসিকতা করতে ছাড়েননি কিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানিয়ে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ