প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কানিয়ে ওয়েস্ট তার মায়ের ডাকনামে তার নতুন অ্যালবাম ‘ডন্ডা’ মুক্তি দিয়েছেন ক’দিন আগে। গুজব রটেছে অ্যালবামের টাইটেল গানটির ব্যাকগ্রাউন্ডে আরিয়ানা গ্রান্ডের কণ্ঠ শোনা গেছে। ‘পজিশন্স’ গানের শিল্পীর মত কণ্ঠ হলেও সেটি আরিয়ানার নয় বলে জানা গেছে। গায়িকা তার ইনস্টাগ্রাম পোস্টে নিশ্চিত করেছেন ‘ডন্ডা’ গানের কণ্ঠটি তার নয়। আরিয়ানা একটি মূল গায়িকার ‘ডন্ডা’তে কণ্ঠ দেয়া বিষয়ক পোস্টটি রিপোস্ট করে লিখেছেন, ‘তোমার কণ্ঠ দারুণ শুনিয়েছে, দ্য স্টেলোন।’ ‘অ্যাটলান্টার মার্সেডিজ বেঞ্জ স্টেডিয়ামে ‘ডন্ডা’ গানের ভোকাল দিলামৃ পুরো অ্যালবামটিই মাস্টারপিস, আমি কৃতজ্ঞ,’ স্টেলোন তার ইনস্টাগ্রাম পোস্টে এর আগে লিখেছিলেন। তিনি টুইট করেছেন তার কণ্ঠকে অনেকে আরিয়ানা গ্রান্ডের সঙ্গে তুলনা করায় তিনি চমৎকৃত। আরিয়ানা একাধিক হট হান্ড্রেড রেকর্ড আছে। এ পর্যন্ত তার ১৬টি গান শীর্ষ দশে স্থান পেয়েছে। এর মধ্যে প্রথমটি হল ‘দ্য ওয়ে’। তার প্রথম পাঁচটি অ্যালবামের প্রধান গানগুলো শীর্ষ দশে স্থান পায়, এই ক্ষেত্রে তিনিই একমাত্র শিল্পী। ২০২০ সালে তার প্রথম পাঁচটি ১ নম্বর গান পরপর ‘থ্যাঙ্ক ইউ, নেক্সট’, ‘সেভেন রিং’, ‘স্টাক উইথ ইউ’, ‘রেইন অন মি’ এবং ‘পজিশন্স’। সর্বাধিক অভিষেক গানের রেকর্ডটিও তার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।