Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানিয়ে ওয়েস্টের স্নিকার্স বিক্রি হল ১৮ লাখ ডলারে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

সোদেবি’জ জানিয়েছে র‌্যাপ গায়ক কানিয়ে ওয়েস্টের এক জোড়া স্নিকার্স ১৮ লক্ষ ডলারের (১৫.২ কোটি টাকা) রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। কানিয়ে’ এই জুতো জোড়া ২০০৮ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডস শোয়ের সময় পায়ে দিয়েছিলেন। একটি শীর্ষ জুতোর ব্র্যান্ডের জন্য এই স্নিকার্স ডিজাইন করেছিলেন কানিয়ে এবং মার্ক স্মিথ। স্নিকারে বিনিয়োগকারী প্লাটফর্ম রেয়ার্স নিলামে সর্বোচ্চ মূল্য দিয়ে এই জুতার পেটেন্ট কিনে নিয়েছে। এর আগে এই রেকর্ড ছিল ১৯৮৫’র এয়ার জর্ডান ওয়ানের; সেটি বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের জন্য ডিজাইন করা হয়েছিল, বিক্রি হয়েছিল পাঁচ লক্ষ ষাট হাজার ডলারে(৪.৭ কোটি টাকা)। কানিয়ে’র কালো চামড়ার জুতা জোড় নিউ ইয়র্কের সংগ্রাহক রায়েন চ্যাঙ সোদেবির মাধ্যমে বিক্রি করেছেন। ২০০৮ সালে গ্র্যামিতে কানিয়ে তার ‘হেই মামা’ এবং ‘স্ট্রংগার’ গানের পারফর্মেন্সের সময় পরেছিলেন। সেই সময় সোশাল মিডিয়াতে ফ্যাশনিস্টাদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ২০১৩তে কানিয়ে স্পোর্টস সামগ্রী কোম্পানির সঙ্গে সম্পর্কচ্ছেদ করে প্রতিদ্ব›দ্বী কোম্পানির সঙ্গে চুক্তি করেন, ফর্বস জানিয়েছে পরের প্রতিষ্ঠানটি ২০২০ সালে ১৭০০ কোটি ডলার আয় করেছে। সোদেবির স্ট্রিটঅয়্যার অ্যান্ড মডার্ন কালেক্টেবল বিভাগের প্রধান ব্রাম ওয়াচার জানিয়েছেন কানিয়ে’র জুতা জোড়ার এই বিক্রি আমাদের সময়ে পোশাক ও স্নিকার বিক্রির দিক দিয়ে শীর্ষ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানিয়ে ওয়েস্ট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ