Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মডেল ভিনেট্রিয়ার সঙ্গে ডেট করছেন কানিয়ে ওয়েস্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ১২:০৬ এএম

র‌্যাপ গায়ক কানিয়ে ওয়েস্ট মুখে বলছেন তার প্রাক্তন স্ত্রী কিম কার্ডাশিয়ানের সঙ্গে তিনি আবার ঘর করতে চান। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ৪৪ বছর বয়সী এই গায়ক বেশ কিছু সময় ধরেই ২২ বছর বয়সী মডেল ভিনেট্রিয়ার সঙ্গে ডেট করছেন। প্রতিবেদন থেকে জানা যায় ওয়েস্ট যখন তার সাম্প্রতিক ভাইরাল হওয়া ‘ড্রিঙ্ক চ্যাম্পস’ সাক্ষাতকার দিয়েছেন তখন ভিনেট্রিয়া তার সঙ্গেই মায়ামিতে ছিলেন। একই সঙ্গে দুজনকে মিনিয়াপলিসে ডন্ডা অ্যাকাডেমির বাস্কেটবল খেলার সময়ও দুজন এক সঙ্গে ছিলেন। তাদের বেশ কিছু ছবি আর ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। সাত বছর ঘর করার পর ৪০ বছর বয়সী রিয়েলিটি টিভি তারকা কার্ডাশিয়ান গত ফেব্রুয়ারিতে র‌্যাপ গায়ক ওয়েস্টের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। কিম-কানিয়ের চার সন্তানের মধ্যে দুই কন্যা নর্থ (৮) ও শিকাগো (৪) এবং দুই পুত্র- সেইন্ট (১ বছর) ও সাম (২ বছর)। কিমের সঙ্গে ছাড়াছাড়ির পর কানিয়ে স্বল্প সময়ের জন্য সুপারমডেল আইরিনা শেইকের সঙ্গে ডেট করেন। আর কিমও পিট ডেভিডসনের সঙ্গে অন্তরঙ্গ হয়েছেন। জানা গেছে, ডেভিডসনের সঙ্গে কিমের এবং ভিনেট্রিয়ার সঙ্গে কানিয়ের সম্পর্ক তারা পরস্পর মেনে নিতে পারছেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ