Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সব ধরণের যোগাযোগ বন্ধ করলেন কিম-কানিয়ে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

রিয়েলিটি শো তারকা কিম কার্ডাশিয়ান আর র‌্যাপ গায়ক কানিয়ে ওয়েস্টের বিবাহবিচ্ছেদ এখন শুধু সময়ের ব্যাপার। তারা ইতোমধ্যে আদালতে আবেদন জমা দেবার প্রস্তুতি সেরে ফেলেছেন এবং নিজের স্বার্থরক্ষার জন্য কৌঁসুলি নিয়োগ দিয়েছেন কিম। সন্তানদের মুখ চেয়ে তারা যোগাযোগ বজায় রেখেছিলেন, তবে তাও সম্প্রতি বন্ধ হয়ে গেছে। বিবাহবিচ্ছেদ চূড়ান্ত না হলেও তারা বেশ কিছুদিন ধরে আলাদা থাকছেন। “তিনি (কিম) স্থির থেকে তার জীবন এগিয়ে নিতে চেষ্টা করছেন, তিনি এব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ,” সূত্র বলেছে। আইনি প্রক্রিয়া শুরু হলেই কিম আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানা গেছে। “কানিয়েও দাম্পত্য জীবন নিয়ে ক্লান্ত। কিম যে তার বিবাহবিচ্ছেদের ঘোষণা বিলম্বিত করছেন তা নিয়ে তার কোনও মাথাব্যথা নেই,” আরেক সূত্র বলেছে। “প্রয়োজনে তিনি (কানিয়ে) কিমের আগেই আবেদন জমা দেবেন। কিম যতটা চান কানিয়েও ঠিক ততটাই বিবাহবিচ্ছেদ চাইছেন,” পরের সূত্র আরও বলেছে। যতটুকু জানা গেছে কানিয়ে আলাদা থাকা শুরু করার আগে থেকেই তারা কদাচিৎ কথা বলতেন। ২০১৪তে তারা বিয়ে করেন। কিম-কানিয়ের চার সন্তানের মধ্যে দুই কন্যা নর্থ (৭) ও শিকাগো (৩) এবং দুই পুত্র- সেইন্ট (৫) ও সাম (২০ মাস)। কিম এরই মধ্যে কৌসুলি লরা ওয়াসারের কাছ থেকে আইনি পরামর্শ নিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিম-কানিয়ে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ