প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
র্যাপার কানিয়ে ওয়েস্টের প্রামাণ্যচিত্রের পরিচালক রঙ চড়াবার জন্য গায়কের দাবি পূরণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।‘জিন-ইয়াস : আ কানিয়ে ট্রিলজি’র দুই পরিচালক ক্লেরেন্স ‘কুডি’ সিমন্স এবং চাইক ওজা কানিয়েকে সন্তুষ্ট করার বদলে মূল সত্যের ওপর সৎ থাকারপ্রতিশ্রুতি দিয়েছেন। “আমাদের মূল কাহিনীর প্রতি সৎ থাকতে হবে। আমরা কোনও রঙ চড়াতে পারব না। প্রত্যেকের তাদের মত প্রকাশের সুযোগ থাকবে,” কুডি বলেন। কানিয়ে’র ‘থ্রু দ্য ওয়ার’ মিউজিক ভিডিওর পরিচালক ওজা বলেন : “প্রতিটি বার ক্লাইম্যাক্স রয়েছে। আমাদের শুধু সেগুলো ঠিক জায়গায় যুক্ত করতে হবে। এর আগে কানিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন তাকে সম্পাদনার কক্ষ থেকে বাইরে রাখা হয়েছিল। “আমি বিনয়ের সঙ্গে শেষবার অনুরোধ করব,” কানিয়ে বলেন। এই মাসেই সানড্যান্স চলচ্চিত্র উৎসবে তিন পর্বের প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার হতে যাচ্ছে। তিনি দাবি করেছেন নেটফ্লিক্সে প্রচারের আগে তার অনুমোদন নিতে হবে। ‘জিন-ইয়াস : আ কানিয়ে ট্রিলজি’তে কানিয়ের দুই দশকের ক্যারিয়ারকে তুলে ধরা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি থেকে এটি স্ট্রিমিং শুরু হবে। ‘ওয়ার্ক ইন প্রগ্রেস’ লিখে এরই মধ্যে সংবাদ মাধ্যমে প্রামাণ্যচিত্রটি সংবাদ মাধ্যমের কাছে সরবরাহ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।