Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ান্স’ সিজন ফিনালেতে কানিয়ে-কিমের দাম্পত্য সঙ্কট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

কিম কার্ডাশিয়ান আর কানিয়ে ওয়েস্টের সংসার যে এখন ভাঙার পথে তা সবাই জেনে গেছে। তাদের এই দাম্পত্য সঙ্কটকে কাজে লাগানো হচ্ছে জনপ্রিয় মার্কিন রিয়েলিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ান্স’-এ। জানা গেছে রিয়েলিটি শোটির শেষ দিকের পর্বগুলোতে তাদের দাম্পত্য সঙ্কটকে দেখান হবে। গত এক দশকে ২০টির বেশি মৌসুমের পর কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ান্স’শেষ হবে কিম-কানিয়ের ছাড়াছড়ির মধ্য দিয়ে। এই বছরের শেষে এই পরিস্থিতি দেখান হবে। চিত্রনাট্যহীন এই রিয়েলিটি শো এমন করেই শেষ হবে। এক সূত্র বলেছে, “কার্ডাশিয়ানরা আলোড়নের মধ্য দিয়েই প্রস্থান করতে আগ্রহী। এর মধ্যে দাম্পত্য সমস্যা নিয়ে কিমের কথোপকথন রেকর্ড করা হয়ে গেছে। তবে গোপন রাখার শর্তে আসলে কী করে এসব দেখান হবে তা প্রকাশ করবে নাম ২০২১-এর শেষেই দর্শকরা সবকিছু সরাসরি জানতে পারবে।” কিম ও কানিয়ে ৭ বছর ঘর করার পর এখন আলাদা বসবাস করছেন। কিম-কানিয়ের চার সন্তানের মধ্যে দুই কন্যা নর্থ (৭) ও শিকাগো (৩) এবং দুই পুত্র- সেইন্ট (৫) ও সাম (২০ মাস)। সূত্র জানিয়েছে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হবার আগে এখন কিম আর কানিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। কিম এরই মধ্যে কৌসুলি লরা ওয়াসারের কাছ থেকে আইনি পরামর্শ নিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ