Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিবাহবিচ্ছেদের পথে কিম কার্ডাশিয়ান-কানিয়ে ওয়েস্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মার্কিন সোশালাইট কিম কার্ডাশিয়ান এবং র‌্যাপ গায়ক কানিয়ে ওয়েস্টের মাঝে বিবাহবিচ্ছেদ হতে যাচ্ছে। জানা গেছে কিম এরই মধ্যে আইনজীবী লরা ওয়াসারকে নিয়োগ দিয়েছেন। একটি সংবাদ সূত্র জানিয়েছে তারা এখন দেনাপাওনা এবং শর্তাবলী নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। কিম আর কানিয়ে ২০১৪’র মে মাসে বিয়ে করেছিলেন। সূত্র জানিয়েছে, কিম বেশ কিছু সময় ধরে তার বিয়ে আংটি পরছিলেন না। অন্যদিকে কানিয়ে তার স্ত্রীর পরিবারের সঙ্গে বছর শেষের আর নতুন বছরের ছুটির মৌসুম কাটাবার বদলে ওয়ায়োমিংয়ে ১৪ মিলিয়ন ডলারে কেনা তার নিজের খামারে অবকাশ কাটিয়েছেন। পেইজ সিক্সকে একাধিক সূত্র জানিয়েছে “তাদের বিবাহবিচ্ছেদ সমাসন্ন। তারা যতটা সম্ভব বিষয়টি গোপন রাখছেন, তবে তাদের সম্পর্ক শেষের দিকে। কিম লরা ওয়াসারকে নিয়োগ দিয়েছেন এবং তারা ফয়সালার আলোচনা করে যাচ্ছেন।” “যাতে তারা আলাদা থেকে বিবাদহীনভাবে বিবাহবিচ্ছেদের নিষ্পত্তি করতে পারেন সেজন্য কিম কানিয়েকে ওয়ায়োমিংয়ে পাঠিয়ে দেন। কিমের সহ্যের বাঁধ ভেঙে গেছে,” সূত্র বলেছে। কিম সাম্প্রতিক বছরগুলোতে কানিয়ের মানসিক সমস্যা থেকে সেরে ওঠার জন্য সাহায্য করেছেন। তবে এর মধ্যে তার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সূত্র আরও জানিয়েছেন কিম আইনজীবী হবার জন্য বার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। অন্য দিকে কানিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও বেশ কিছু কাজ করে চলেছেন যাকে পাগলামিই বলা চলে। কিম-কানিয়ের চার সন্তানের মধ্যে দুই কন্যা নর্থ ও শিকাগো এবং দুই পুত্র- সেইন্ট ও সাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিম কার্ডাশিয়ান-কানিয়ে ওয়েস্ট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ