প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গীত প্রযোজক এবং র্যাপ গায়ক কানিয়ে ওয়েস্টের দশম স্টুডিও অ্যালবাম ‘ডন্ডা’ গত সপ্তাহে বাজারে এসেছে। গায়কের মুখপাত্র জানিয়েছেন। ২০১৯ সালে এই অ্যালবামের ঘোষণা দেন কানিয়ে, তারপর এটির কাজ স্থগিত থাকে, গত মানে আবার মুক্তি স্থগিত হয়ে যায়। গত মাসের ১৭ তারিখে তিনি লাস ভেগাসে বড় শ্রোতার জন্য গানগুলো শোনার ব্যবস্থা করেন। সেদিন লাইভ স্ট্রিমিংয়ের পরও আনুষ্ঠানিক মুক্তি স্থগিত হয়। তার শেষ অ্যালবাম ‘পাবলো’র পর তিনি এলোমেলো কিছু গান রেকর্ড করেন। তার মায়ের নামে রেকর্ড করা অ্যালবামটি মুক্তি অবশেষে ঘটলো; কানিয়ের মা ডন্ডা ২০১৭তে মারা যান। গানটিতে যেসব গায়ক সহযোগিতা করেছেন তাদের মধ্যে আছেন- জে-যি (গান ‘জেইল’), কানিয়ের বন্ধু ট্র্যাভিস স্কট, লিল বেবি, পুশা টি, প্লেবয় কার্টি, বেবি কিম, ডন টোলিভার, রডি রিচ এবং আরও কয়েকজন। অ্যালবামের কয়েকটি গানে খৃষ্টান ধর্মীয় বানি আছে। গানগুলোতে বিটের প্রাধান্য নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।