প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বারবার জামিনের আবেদন খারিজ হচ্ছে মাদক কান্ডে গ্রেফতার শাহরুখ খান পুত্র আরিয়ান খানের। সারা জীবন বিলাসবহুল বাড়িতে থাকার পর জেলবন্দি হয়ে অবস্থা খারাপ আরিয়ানের। তবু আগামী ২০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে আরিয়ানকে। এদিকে কোভিড বিধির জন্যে আরিয়ান বাবা-মার সঙ্গে দেখাও করতে পারবেন না। তবে নিয়ম অনুযায়ী ভিডিও কলে কথা বলতে পারবেন।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আরিয়ান সুযোগও পেয়েছিলেন বাবা মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার। মাত্র ১০ মিনিট সময় দেওয়া হয়েছিল তাকে। জেলের এক সিনিয়র অফিসার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মা গৌরি খানের নাম্বার দিয়েছিলেন আরিয়ান। সেই নাম্বারেই দশ মিনিট ভিডিও কলে কথা বলেছেন তিনি বাবা মায়ের সঙ্গে। কথা বলতে বলতে নাকি কান্নায় ভেঙে পড়েন শাহরুখ পুত্র।
এদিকে শোনা যাচ্ছে, গৌরিও নাকি মানত করেছেন যতদিন না আরিয়ান জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফেরত আসছে ততদিন তিনি কোনো মিষ্টি মুখে তুলবেন না। পুজার সময়টাতেও কোনো মিষ্টি খাননি গৌরি। ছেলের জন্য এমনি কঠিন মানত রেখেছেন তিনি। এছাড়া দিন কয়েক আগেই জন্মদিন ছিল তার। কিন্তু সেদিন জামিনের আবেদন খারিজ হয়ে যায় আরিয়ানের। এই প্রথম মায়ের জন্মদিনে পাশে থাকতে পারলেন না তিনি। তাই কোনো রকম সেলিব্রেশন করেননি শাহরুখ-গৌরি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।