Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেভাবে সমীর হয়ে উঠেছেন বলিউডের আতঙ্কের কারণ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ৪:৪৩ পিএম

বর্তমানে অনেক বলিউডি তারকার কাছেই সমীর ওয়াংখেড়ে নামটি যেন একটি মূর্তিমান আতঙ্ক। তার রেকর্ড-বুকের দিকে একটি বার চোখ পড়লেই বোঝা যায় এই আতঙ্কের কারণ। রুপোলি পর্দার ‘দাবাং’ বা ‘সিংহম’ নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একের পর এক গুরুত্বপূর্ণ রহস্যের পর্দা ফাঁস করেছেন এই অফিসার। বর্তমানে ফের একবার তিনি শিরোনামে উঠে এসেছেন শাহরুখ পুত্র আরিয়ানকে আটক করে।

তবে ২০০৮ ব্যাচের এই আইআরএস অফিসারের এটাই প্রথম বলিউডের সঙ্গে লড়াই নয়, কর্মজীবনের শুরু থেকেই একের পর এক কেসে মেরুদন্ড সোজা রেখে নিজের বলিষ্ঠ সত্ত্বার পরিচয় দিয়েছেন তিনি। ২০১৩ সালে গায়ক মিকা সিংকে গ্রেপ্তার করে সংবাদ শিরোনামে উঠে আসেন সমীর ওয়াংখেড়ে। সেবার মুম্বাই বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ গায়িকাকে গ্রেফতার করেন তিনি।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর এই অফিসারের হাত ধরেই সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুতে মাদক যোগের কথাও সামনে আসে। এমনকি অনুরাগ কাশ্যপ, বিবেক ওবেরয়, রামগোপাল বর্মাদের বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে তদন্ত চালিয়েছেন এই অফিসারই। এছাড়া গত দু’বছরে মুম্বাই বিমানবন্দরে প্রায় ১৭ হাজার কোটি টাকার মাদক ধরা পড়েছে সমীর ওয়াংখেড়ে এবং তার দলের হাতে।

তবে সমীরের নাম প্রথমবার সংবাদ শিরোনামে উঠে আসে ২০১১ সালে। সেবার শুল্ক না দেওয়ায় বিশ্বকাপের সোনার ট্রফি মুম্বাই বিমানবন্দরেই আটকে দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত আমদানি শুল্ক মিটিয়ে তবেই ট্রফিটি ছড়ানো হয়, পরবর্তী ক্ষত্রে যা উঠেছিল ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে।

তার সর্বশেষ অপারেশন ছিল শাহরুখ পুত্রকে আটক করা। তার কাছে গোপন সূত্রে খবর দিয়েছিল প্রমোদতরীর এই মাদক পার্টিতে উপস্থিত থাকতে পারেন কোনো এক বলিউড কিংবদন্তির পুত্র। সেই সূত্র ধরেই যাত্রীর ছদ্মবেশে অভিযান চালান তিনি। আর তাতেই সামনে আসে এই চাঞ্চল্যকর ঘটনা।

জানা গেছে, বাস্তবিক জীবনেও বলিউড যোগ রয়েছে এই দাবাং অফিসারের। তার স্ত্রীর নাম ক্রান্তি রেডকর, মারাঠি সিনেমার এই অভিনেত্রী কাজ করেছেন বলিউডেও। অজয় দেবগনের সঙ্গে ‘গঙ্গাজল’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে। এছাড়া একাধিক মারাঠি চলচ্চিত্র পরিচালনাও করেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ