প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এনসিবির আইনজীবী এবং ধৃতদের আইনজীবীদের মধ্যে বেশ কয়েক ঘণ্টার উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে মাদককান্ডে ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ান খানকে এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আরিয়ানের সাথে এনসিবি হেফাজতে পাঠানো হয়েছে মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টকেও। ৩ জনের জামিনের অভিযোগ খারিজ করে সোমবার এই নির্দেশ দেয় মুম্বাইয়ের এসপ্ল্যানেড কোর্ট।
এর আগে আরিয়ান খানের আইনজীবী সতীশ মানশিন্ডে দাবী করেন, মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীর মাদক পার্টিতে আরিয়ানের কাছে কোনও মাদক ছিল না। স্রেফ গুঞ্জনের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনজীবী আরও জানান, আরিয়ানের শরীরে মাদকের কোনও চিহ্ন মেলেনি। ওই পার্টিতে একজন আমন্ত্রিত হয়েই হাজির হন আরিয়ান। ওই পার্টিতে যাওয়ার জন্য কোনও কেবিন বুক করা ছিল না। কোনও টিকিট, বোর্ডিং পাস পর্যন্ত ছিল না তার কাছে।
অন্যদিকে এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানান, আরিয়ানের লেন্সের বাক্স থেকে মাদক উদ্ধার করা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে চাঞ্চল্যকর কিছু তথ্য মিলেছে তাদের। যার কারণে আরও কিছুদিন হেফাজতে রাখা হবে আরিয়ানকে। যদিও শুনানিতে আদালতের অ্যাডিশনাল চিফ আর. এম. নার্লিকর জানিয়েছেন, অভিযুক্ত আরিয়ান খান অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্টের সঙ্গ দিয়েছিলেন যার থেকে মাদক উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার (২ অক্টোবর) মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে মাদক-যোগের অভিযোগে ক্রুজ থেকে মোট ১০ জনকে আটক করে এনসিবি। উদ্ধার করা হয় ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম এমডি, ২১ গ্রাম চরস, ২২ টি এমডিএমএ পিলস এবং নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা। শনিবার রাত থেকে রবিবার দুপুর অবধি প্রায় ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে, শাহরুখ খানের ছেলে আরিয়ান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা নামে ৩ জনকে গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।