Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিগ বসের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রিয়া!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ৪:২৫ পিএম

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো বিগ বসের ঘরে প্রতিযোগী হচ্ছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। গত বছরের সবথেকে বিতর্কিত মানুষটিকে টেলিভিশনের সবথেকে বিতর্কিত রিয়েলিটি শো তে দেখার জন‍্য উদগ্রীব হয়ে উঠেছিল দর্শকেরা। এই উত্তেজনা আরো বাড়ে যখন খবর ছড়ায় এ বছরের সবথেকে কাঙ্ক্ষিত নারীকে শো তে আনার জন‍্য সপ্তাহে ৩৫ লক্ষ টাকাও খরচ করতে রাজি বিগ বস।

অনেকেই ভেবেছিলেন এমন বড় সুযোগ রিয়া আর পাবেন না। বিশেষ করে গত বছর সুশান্ত মৃত্যুর পরে তার ক্যারিয়ারে যে ক্ষতিটা হয়েছিল এই টাকায় সেটাও সম্পূর্ণ মিটে গিয়েছিল। কিন্তু বেঁকে বসলেন রিয়া। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিগ বসের লোভনীয় অফার নাকি ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই একাধিক ছবি ও ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব রয়েছে তার কাছে। বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকেই অফার এসেছে তার কাছে। তাই আপাতত সেসব নিয়েই ব্যস্ত থাকবেন রিয়া।

উল্লেখ্য, সম্প্রতি মুম্বাইয়ের একটি স্টুডিওর বাইরে দেখা মেলে প্রয়াত সুশান্তের প্রাক্তন প্রেমিকার। উল্লেখযোগ্য বিষয়, ওই স্টুডিওতে গিয়েছিলেন তেজস্বী প্রকাশও। বিগ বসের প্রথম নিশ্চিত প্রতিযোগী তিনিই। এমনকি বিগ বস ১৩ এর প্রতিযোগী দিলজিৎ করকেও দেখা গিয়েছিল ওই স্টুডিওতে। সব মিলিয়ে বিগ বসে রিয়ার প্রতিযোগী হওয়ার জল্পনাটাই ক্রমে বাড়ছিলো। নেটিজেনদের একাংশের বক্তব্য ছিল, স্টুডিওতে প্রোমো শুটের জন্যই গিয়েছিলেন রিয়া। সেখান থেকেই ওঠে রিয়ার প্রতিযোগী হওয়ার গুঞ্জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ