Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্বোচ্চ পারিশ্রমিকে ‘বিগবস’-এর প্রতিযোগী হচ্ছেন রিয়া!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৪:০৭ পিএম

শুরু হতে চলেছে ভারতীয় টেলিভিশনের অন্যতম রিয়ালিটি শো ‘বিগবস সিজন ১৫’। ইতিমধ্যেই দর্শকরা জল্পনা শুরু করে দিয়েছেন, এবারে কোন কোন তারকাদের দেখা যাবে ‘বিগবস’-এ। তার সঙ্গে কানাঘুষো শোনা যাচ্ছে যে, এবার নাকি ‘বিগবস’-এ দেখা যাবে বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে।

সম্প্রতি দলজিৎ কৌর ও তেজস্বী প্রকাশের সঙ্গে ছবি শিকারিদের ক্যামেরায় ধরা পড়েছেন অভিনেত্রী। জানা গেছে সম্প্রতি বিউটি পার্লারের গিয়েছিলেন রিয়া। ‘বিগবস’-এর ঘরে ঢোকার আগে অংশগ্রহণকারীরা বিউটি পার্লারে সৌন্দর্য চর্চা করতে যান। আর সেজন্যই জল্পনা বেড়েছে যে, সালমান খান সঞ্চালিত রিয়ালিটি শো ‘বিগবস’-এ এবার দেখা যাবে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবীকে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘বিগবস সিজন ১৫’-এর নির্মাতারা এই নিয়ে রিয়া চক্রবর্তীর সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন। এমনকি অভিনেত্রীকে তারা বড় অঙ্কের অর্থ দিতেও প্রস্তুত। শোনা যাচ্ছে যে, রিয়াকে যে পরিমাণ পারিশ্রমিক এর প্রস্তাব দেওয়া হচ্ছে তা ‘বিগবস’-এর ইতিহাসের সবচেয়ে বেশি। তাই এখন দেখার শেষ পর্যন্ত রিয়া এই শো-তে যোগ দেন কি না। এর আগে ‘বিগবস’-এ বড় অঙ্কের পারিশ্রমিক দেওয়া হয়েছিল অভিনেত্রী রিমি সেনকে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই শেষ হয়েছে ‘বিগবস ওটিটি’। জয়ী হয়েছে দিব্যা আগরওয়াল। এবার অপেক্ষা টেলিভিশন স্ক্রিনে এই শো আসার।

উল্লেখ্য, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ার সঙ্গে দূরত্ব বজায় রাখছিলেন রিয়া চক্রবর্তী। কারণ সুশান্তের মৃত্যুর জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করেছিল নেটিজেনদের একাংশ। ঘটনায় মাদকযোগ বড় আকার নেওয়ার পরে গ্রেফতারও হন অভিনেত্রী। বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যান তিনি। তবে জেল থেকে মুক্তি পাওয়ার পরেও তিনি দূরেই থাকছিলেন সামাজিক মাধ্যম থেকে। আবার তিনি ‘চেহরে’ ছবির মাধ্যমে দর্শকদের কাছে ফিরেছেন এবং ইদানীং সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় থাকছেন। তাই তিনি যদি এই শোয়ে অংশ নেন তাহলে প্রথম থেকেই টিআরপি বেশ উপরের দিকেই থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ