প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে অবস্থিত হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনার উপর ভিত্তি করে বলিউডে নির্মিত হতে যাচ্ছে ‘ফারাজ’ নামে একটি সিনেমা। ভারতীয় পরিচালক হাসনাল মেহতা সিনেমাটি নির্মাণের ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়েছে। তবে সিনেমাটির নির্মাণ নিয়ে আপত্তি জানিয়েছে হামলায় নিহত হওয়াদের বেশ কয়েকটি পরিবার। তারা সিনেমাটি বন্ধে কঠোর আপত্তি জানিয়েছেন। সিনেমাটি নির্মাণ বন্ধে তাদের পক্ষ থেকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা মনে করছেন, হামলায় নিহতদের আত্মত্যাগের প্রতি সিনেমাটি চরম অসম্মান প্রদর্শন করবে। এছাড়া সিনেমাটি পরোক্ষভাবে বাংলাদেশকে একটি চরমপন্থী রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে তুলে ধরে সুনাম ক্ষুন্ন করবে বলে তারা শঙ্কা প্রকাশ করেন। তারা মনে করছেন, সেই ভয়াবহ রাতের ঘটনাটি কোনো অবস্থাতেই আমাদের দেশ, জাতি ও আমাদের ধর্মকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে না। বরং এরকম একটি ঘটনা সিনেমার মাধ্যমে পুনরাবৃত্তি মানুষের বিশ্বাসে বিরূপ ধারণার জন্ম দেবে, যা আমাদের দেশের প্রতি অবিচার এবং দেশের মানুষের ধর্মীয় অনুভ‚তিতে আঘাত করবে। সিনেমাটির প্রকাশিত টিজার ও নাম থেকে ¯পষ্ট ধারণা পাওয়া যায়, এতে সেই রাতের ঘটনায় নিহত ফারাজকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। এ ঘটনার সময় ফারাজ ও তার দুজন বন্ধু অবিন্তা কবির ও তারিশি জৈনের সঙ্গে ক্যাফেতে উপস্থিত ছিলেন। তারা তিনজনই নির্মমতার শিকার হন। অবিন্তা কবির ও তারিশি জৈনের পরিবার সিনেমাটি নির্মাণ কাজ বন্ধে নির্মাতা হানসাল মেহতা ও সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছে। নিহত আবিন্তা কবিরের মা রুবা আহমেদ সংবাদ মাধ্যমকে বলেছেন, এরকম একটি ঘটনা যা জাতিকে স্তব্ধ করে দিয়েছিল, তার চিত্রায়ন কখনো কোনো অবস্থাতেই সমীচীন নয়। নিহতদের পরিবারের পক্ষ থেকে বলা হয়, সিনেমাটির মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা বিদ্যমান, এটি ইসলাম ধর্মকে অপব্যাখ্যা করে এবং হামলায় নিহতদের আত্মত্যাগের স্মৃতির প্রতি অসম্মানজনক। সিনেমাটি নির্মাণের পূর্বে নির্মাতা এবং সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা হামলায় নিহত ব্যক্তিদের কারো পরিবারের কাছ থেকে কোনো প্রকার সম্মতি গ্রহণ করা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।