প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডে আবারো বিয়ের সানাই। বাগদান সেরে ফেললেন জনপ্রিয় অভিনেতা তথা দক্ষ মার্শাল আর্টিস্ট বিদ্যুৎ জামওয়াল। প্রেমিকা নন্দিতা মাহতানির সঙ্গেই বাগদান সেরেছেন তিনি। তাও আবার দারুণ রোম্যান্টিক বলিউডি স্টাইলে। প্রেমের সৌধ তাজমহলের সামনে দাঁড়িয়ে প্রেমিকাকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছেন বিদ্যুৎ। আঙুলে আংটি পরিয়ে তাজমহলের সামনে দাঁড়িয়ে বাগদান সেরেছেন বিদ্যুৎ নন্দিতা।
শোনা যাচ্ছে, খুব বেশিদিন নাকি নন্দিতার সঙ্গে সম্পর্কে রয়েছেন বিদ্যুৎ। ইন্ডাস্ট্রিতেও তাদের প্রেম সম্পর্কে জানেন অনেকেই। এদিকে সোশ্যাল মিডিয়ায় দুজনের যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে তাজমহলের সামনে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে রয়েছেন দুজন। নন্দিতার হাতে বড়সড় হীরের আংটিটি সবথেকে বেশি নজর কাড়ছে। মুম্বাইয়ের কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, চার দিন আগেই লুকিয়ে বাগদান সেরে নিয়েছিলেন বিদ্যুৎ নন্দিতা।
বিদ্যুতের মতো অভিনয় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন নন্দিতা। তিনি রয়েছেন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। বেশ কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির স্টাইলিংয়ের দায়িত্বে রয়েছেন তিনি। সূত্রের খবর, মাত্র পাঁচ মাস আগে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তার আগে অভিনেতা ডিনো মোরিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নন্দিতা। দুজনের সম্পর্কে একাধিক বার ভাঙন ধরেছে। কিন্তু প্রতিবারই একে অপরের কাছেই ফিরেছেন নন্দিতা ডিনো। শেষমেষ বছর কয়েক আগে চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দুজনে। অপরদিকে নন্দিতার আগে অভিনেত্রী মোনা সিংয়ের সঙ্গে দু বছর সম্পর্কে ছিলেন বিদ্যুৎ। কিন্তু শেষমেষ আলাদা হয়ে যান দুজনে।
মাত্র তিন বছর বয়স থেকেই কেরলের মার্শাল আর্ট কালারিপায়াত্তু শেখা শুরু করেন বিদ্যুৎ। জানা যায়, অভিনয় জগতে পা রাখার আগে সারা পৃথিবীর ২৫টি দেশে ঘুরে ঘুরে কালারিপায়াত্তুর লাইভ শো করেছিলেন তিনি। তার জনপ্রিয় ছবির মধ্যে অন্যতম ফোর্স, কম্যান্ডো, জংলি, খোদা হাফিজ। প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ছিলেন বিদ্যুতের ঘনিষ্ঠ বন্ধু। তাঁদের একসঙ্গে জিমে ঘাম ঝরাতে দেখা গিয়েছে বিভিন্ন সময়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।