Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরের প্রতি ছোট ভাই ফয়সালের অভিমান আজও কমেনি!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ৩:২৪ পিএম

আমির খানের সাথে তার সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন অভিনেতার ভাই ফয়সাল খান৷ আমির খানের বাড়িতে এক সময় তাকে আটকে রাখা হয়৷ তিনি মানসিকভাবে সুস্থ নন, এই অভিযোগে তাকে ঘরবন্দি করে রাখা হয় বলে জানান ফয়সাল খান৷ সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হয়ে ফয়জল খান এসব কথা বলেন৷

ফয়সাল খান বলেন, আমির খান এবং তার পরিবারের লোকজন এক সময় তাকে ঘরবন্দি করে রাখেন৷ তিনি নিজের খেয়াল রাখতে পারেন না৷ সেই সঙ্গে তিনি সিজোফ্রেনিয়া আক্রান্ত৷ সেই কারণে তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন ফয়জল খান৷ তবে আমির খান বা পরিবারের সঙ্গে তার কী হয়, সে বিষয়ে আর কিছু মনে রাখতে চান না বলেও জানান ফয়জল৷

আমির খানের সঙ্গে তার এখনকার সম্পর্ক কেমন এ প্রশ্নের জবাবে ফয়সাল বলেন, এবারের ঈদে তিনি তাদের (আমির খান এবং তার পরিবার) শুভেচ্ছা জানিয়েছেন৷ তবে যা হয়েছে, তা তিনি কখনও ভুলতে পারবেন না৷ সবকিছু ভোলার চেষ্টা করে পরিবার এবং আমির খানের সঙ্গে ফের তিনি নতুন করে সখ্যতা তৈরি করেছেন বলেও জানান অভিনেতা৷

আর যা হয়েছে, তা ভুলতে পারেননি বলেই আমিরের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেন৷ যা হয়েছে, তা যাতে আর দ্বিতীয়বার না হয়, তার জন্যই আমির খানের সঙ্গে তিনি দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করেন বলেও জানান ফয়সাল খান৷

উল্লেখ্য, জুনিয়র অভিনেতা হিসাবে ‘পেয়ার কা মৌসম’, ‘কায়ামত সে কায়ামত তাক’ সহ কিছু সিনেমায় ফয়সাল খানকে প্রথম দেখা গিয়েছিল। তারপর ‘মদহোশ’, ‘মেলা’ বা ‘বর্ডার হিন্দুস্তান কা’ সিনেমাতেও তাকে অন্যতম ভূমিকায় দেখা যায়। ‘মেলা’ সিনেমায় ভাই আমির খানের সঙ্গে পর্দা ভাগ করে নেন তিনি। কিন্তু আমির খানের ক্যারিয়ার গ্রাফ যতটা মসৃণভাবে উপরে উঠেছে, তার ক্ষেত্রে তেমনটা হয়নি।

পরিচালনার কাজেও আসেনি তেমন সাফল্য। অবশেষে কার্যত হারিয়ে যান ফয়সাল খান। তার নামটাই সকলে প্রায় ভুলে গিয়েছিলেন। এক কঠিন, অন্ধকার সময়ের মধ্যে দিয়ে ফয়সালের জীবন কাটতে থাকে। দীর্ঘ অন্ধকার সময় কাটিয়ে ফয়সাল অবশ্য ফিরছেন। ‘ফ্যাক্টরি’ নামে একটি সিনেমায় অভিনেতা ও পরিচালক হিসাবে সামনে আসছেন তিনি। এই সিনেমা সফল হলে হয়তো ফয়সালের ক্যারিয়ারের গাড়ি ফের ট্র্যাকে ফিরবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ