পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে জিতে অভিনন্দনে ভাসছে টাইগাররা। বেশ বড় ব্যবধানে জয় তুলে নিয়ে ক্রিকেট ভক্তদের ভালোবাসায় সিক্ত মাহমুদউল্লাহ রিয়াদের দল। পাঁচ ম্যাচ সিরিজের আজকের প্রথমটিতে ৭ উইকেটে বড় জয় পেয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় বাংলাদেশ দল।
নিউজিল্যান্ডকে উড়িয়ে ইতিহাস গড়া জয় লাভ করায় ফেসবুকে অনেকেই টাইগারদের প্রশংসা করেছেন। একই সাথে নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানের লজ্জা দেওয়ার বিষয়টিও ছিল আলোচনার শীর্ষে। সামনের ম্যাচগুলোতেও টাইগারদের জন্য শুভ কামনা করেন ভক্তরা।
ম্যাচ জয়ের পর ফেসবুকে সাইফুল সাইদ লিখেছেন, ‘‘একই মাঠে টানা ব্যাটিং এর এমন দশা দেখে যতদূর মনে হচ্ছে যেনো স্লো উইকেট বা পিচ না বরং বাংলাদেশের বোলারদের প্রতিভার কোনো সুপার পাওয়ার কাজ করছে যেটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মত শক্তিশালী ব্যাটিং এ দুমড়ে মুচড়ে দিচ্ছে ,,, তা নাহলে একটা পিচে কি এমন ভেজাল মিশাইছে যে তাই বলে টানা ৬ টা ম্যাচেই একই রকম আচরণ করবে, হাহ।’’
অভিনন্দন জানিয়ে মোঃ জুয়েল রানা লিখেছেন, ‘‘লিটন দাস আর নাঈম শেখ দুজনের ফাটাফাটি ফর্ম বজাই রেখেছেন-।সবার আগে অভিনন্দন এই দুই লর্ডকে।’’
বিল্লাল হোসাইন ইমাদের মন্তব্য, ‘‘যদিও বাংলাদেশ জিতছে তবুও দিন শেষে কিন্তু ক্রিকেট হেরে যাচ্ছে! টি-টুয়ান্টি ক্রিকেট মানেই চার ছক্কার ফুলঝুরি সেক্ষেত্রে এখানে তার উল্টোটা হচ্ছে! অভিনন্দন বাংলাদেশ।’’
মোঃ রিদয় লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম T-20 জয়। যেমনটা আশা করছিলাম ঠিক তেমনটাই হইছে।অনেকেই আবার এখন অনেক মতবাদ দিবে। যে যাই বলুক দিন শেষে জয়টা আমাদেরই হয়েছে।’’
অভিনন্দন বার্তায় শাহ মুস্তাক আহমেদ লিখেছেন, ‘‘প্রথম টি-২০ তে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ৫ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা। অভিনন্দন বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত থাকুক।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।