Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লি সরকারের বিশেষ দূত হলেন সোনু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ৪:০৯ পিএম

কংগ্রেস বা বিজেপির মতো সর্বভারতীয় দল নয়। বরং আম আদমি পার্টিতে যোগ দিতে পারেন বলিউড অভিনেতা সোনু সুদ। শুক্রবার (২৭ আগস্ট) সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির কনভেনর রাঘব চাড্ডার সঙ্গে দেখা করেন সোনু। তারপরই যৌথ সাংবাদিক বৈঠকে সোনু সুদ এবং কেজরিওয়াল ঘোষণা করেন, দিল্লি সরকারের এক নতুন কর্মসূচির মেন্টর হিসাবে কাজ করবেন অভিনেতা। তারপর থেকেই তার আপে যোগদান নিয়ে জল্পনা চলছে।

জানা গেছে, শুক্রবার সকালে দিল্লিতে কেজরিওয়াল এবং রাঘব চাড্ডার সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন সোনু সুদ।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, এখনই সরকারিভাবে কেজরিওয়ালের দলে যোগ না দিলেও খুব শিগগিরই তাদের পতাকা হাতে নিতে চলেছেন বলিউড অভিনেতা। আগামী দিনে সোনুকে সরাসরি দলে টানতে আগ্রহী কেজরিওয়াল নিজেও। যদিও, বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে দু’পক্ষই সোনুর রাজনীতিতে যোগের জল্পনা উড়িয়ে দিয়েছে। আপাতত দিল্লি সরকারের প্রস্তাবিত ‘ভারত কে মেন্টর’ নামের কর্মসূচিতে অংশ নেবেন অভিনেতা।

উল্লেখ্য, গত বছর লকডাউনের সময় থেকেই নিজেকে মানুষের কাজে নিয়োজিত করেছেন সোনু। কখনও প্রবাসীদের ঘরে ফিরিয়েছেন তো কখনও গরিব পরিবারের চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছেন। গায়ে রাজনীতির রং না লাগিয়েও যে মানবসেবা সম্ভব, তার প্রকৃত দৃষ্টান্ত স্থাপন করেছেন বলিউড অভিনেতা। তাও আবার সমস্তটাই করেছেন নিজের খরচে।

তবে, সোনু যে বেশিদিন নিজেকে রাজনীতি থেকে সরিয়ে রাখবেন না, সে ইঙ্গিত আগেই মিলেছিল। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল তিনি কংগ্রেসে যোগ দেবেন। এমনকী মুম্বাই কংগ্রেসের এক নেতা তাকে মুম্বাইয়ের মেয়র পদের প্রার্থী করার প্রস্তাবও দিয়েছিলেন। আবার তেলেঙ্গানার শাসক দল টিআরএসের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়েও আলোচনা কম হয়নি। তবে শেষ পর্যন্ত দিল্লির শাসকদল আম আদমি পার্টিকে বেছে নিতে চলেছেন অভিনেতা। সরকারি ঘোষণা না হলেও আম আদমি পার্টি সূত্র অন্তত তেমনটাই দাবি করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ