Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কঠিন সময় মোকাবিলার বার্তা দিলেন শিল্পা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ৪:১৬ পিএম

রাজ কুন্দ্রার অন্তবর্তীকালীন জামিনের পর ফের কাজ শুরু করেছেন শিল্পা শেট্টি। গত সপ্তাহেই সুপার ডান্সারের শ্যুটিং সেটে ফিরেছেন রাজ কুন্দ্রা ঘরনি। ডান্স রিয়ালিটি শো-এর মঞ্চেই অভিনেত্রী বার্তা দিয়েছিলেন কীভাবে স্বামী চলে যাওয়ার পরেও নিজের অধিকারের জন্য এই সমাজে এক নারীকে লড়াই করতে হয় অস্তিত্ব টিকিয়ে রাখতে। আর এবার সোশ্যাল মিডিয়ায় ‘বিশ্বাস’-এর কথা বলে কঠিন সময় মোকাবিলার বার্তা দিলেন শিল্পা।

সম্প্রতি যোগাসনের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন শিল্পা শেট্টি। সঙ্গে ক্যাপশনে লেখেন মনের কথা। তিনি লিখেছেন, 'জীবনের ভালো এবং খারাপ সমস্ত সময়েই আমি যোগার সাহায্য নিই। এটাই আমাকে ভালো থাকতে, লক্ষ্য স্থির রাখতে সাহায্য করে। নিজেই নিজের জীবনের যোদ্ধা হয়ে ওঠো। শক্ত হও, যাতে তোমার জীবনের ভালো কিছু আসে।'

শিল্পার মতে এই বৈদিক মন্ত্রোচ্চারণেই পূর্ণতা পায় যোগাসন। মাইন্ড-বডি-সোলের কমপ্লিট প্যাকেজ। তবে রয়েছে সাবধান বাণীও। যোগ চর্চায় তাড়াহুড়ো নয়, বরং একটা আসন থেকে অন্য আসনে যেতে বললেন ধীরে সুস্থে।

গত ১৯শে আগস্ট পর্ন ভিডিও তৈরি ও অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হন রাজ কুন্দ্রা। স্বামীর গ্রেফতারির পর থেকে নিজেকে লাইমলাইট থেকে দুরে সরিয়ে রেখেছে শিল্পা শেট্টি। এমনকি সরে এসেছিলেন 'সুপার ড্যান্সার চ্যাপ্টার ৪'-এর বিচারকের পদ থেকেও। তার জায়গায় সেসময় বিচারকের দায়িত্ব পালন করেছিলেন কারিশ্মা কাপূর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ