Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বড় পর্দাতেই আসছে কঙ্গনার ‘থালাইভি’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ১২:১০ পিএম

অবশেষে কঙ্গনা রানাউত অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘থালাইভি’ মুক্তি পাচ্ছে। না ওটিটিতে নয়, কঙ্গনা আসছেন বড় পর্দাতেই। এ কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। টুইটার তাকে ব্যান করেছে তাই খুশির খবর। ইনস্টাগ্রামেই শেয়ার করেছেন কঙ্গনা। ইনস্টাগ্রামে ছবির পোস্টার শেয়ার করে কঙ্গনা লেখেন, “আইকনিক এক চরিত্রের গল্প বিগ স্ক্রিনেরই দাবিদার।” জানিয়েছেন মুক্তি তারিখও। আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের ১০ তারিখ হলে আসবে থালাইভি।

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার জীবনী নিয়েই ছবি ‘থালাইভি’। তার জীবনের নানা অধ্যায় ফুটে উঠেছে এই ছবিতে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। চরিত্রকে আরও বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তোলার জন্য ওজন বাড়িয়েছেন তিনি। ফের ওজন কমিয়ে নিজের চেহারায় ফিরতে হয়েছে তাঁকে। ছবিতে জয়ললিতার জীবনের জার্নি খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। সঙ্গে নিতে হয়েছিল প্রস্থেটিক মেকআপও। ট্রেলারেও মিলেছে বিস্তর প্রশংসা।

‘থালাইভি’র প্রথম গান ‘চলি চলি’ মুক্তি পেয়েছিল প্যান্ডেমিকের আগে। ওই গান নিয়ে দর্শকমহলে মিলেছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ। আবার কারও মতে কঙ্গনার এক্সপ্রেশন ‘মাঝারি’। এর আগে ছবির ট্রেলার লঞ্চের দিন মঞ্চে উঠে কেঁদে ফেলেছিলেন কঙ্গনা।

কঙ্গনা লেখেন, “আমি নিজেকে বাব্বর শেরনি বলি। আমি কখনও কাঁদিনা। কাউকে কাঁদতেও দিই না। মনে নেই শেষ বার কখন কেঁদেছিলাম। কিন্তু আমি আজ কেঁদেছি। কেঁদে খুব ভাল লাগছে।” ‘থালাইভি’র পরিচালক বিজয়ের প্রসঙ্গে বলতে বলতেই কেঁদে ফেলেন কঙ্গনা। বিজয়ই তার ট্যালেন্টের কদর করেছেন, জানান অভিনেত্রী। এমনকি বলিউডে যেভাবে সাধারণত অভিনেতাদের যেভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে সে পথে না হেঁটে বিজয় যেভাবে তাকেও সমগুরুত্ব দিয়েছেন তাতে আপ্লুত কঙ্গনা। তার কথায়, “কীভাবে অভিনেতাদের ট্রিট করতে হয়, কীভাবেই বা ক্রিয়েটিভ পার্টনারশিপ গড়ে তুলতে হবে তা শিখেছি ওর থেকেই।”

এই ছবির জন্য কম কষ্ট করতে হয়নি কঙ্গনাকে। ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। সঙ্গে নিতে হয়েছিল প্রস্থেটিক মেকআপও। তারকা থেকে সাধারণ কঙ্গনার অসাধারণ অভিনয় নজর কেড়েছে সবার। ছবিতে কঙ্গনা রানাউত ছাড়াও রয়েছেন অরবিন্দ স্বামী। রয়েছেন যিশু সেনগুপ্ত এবং ভাগ্যশ্রীও। আর মাত্র হাতেগোনা কয়েকদিন। আসছেন ‘থালাইভি’।

প্রসঙ্গত, মাঝে শোনা গিয়েছিল ছবিটি নাকি মুক্তি পাবে ওটিটিতে। কিন্তু কঙ্গনা নিজেই ছবির ওটিটি মুক্তি চাননি। এ নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্টও শেয়ার করেছিলেন তিনি। নিজের ইনস্টা স্টোরিতে কঙ্গনা লিখেছিলেন, “এখনও পর্যন্ত কোনও ডেট চূড়ান্ত হয়নি। তাই গুজব থেকে দূরে থাকুন। যখন গোটা দেশে সিনেমা হল খুলবে তখনই সারা দেশে মুক্তি পাবে এই ছবি।”

সুতরাং ওটিটি নয়, প্রেক্ষাগৃহই যে তার পছন্দের সে কথা সাফ জানিয়ে দিয়েছিলেন কঙ্গনা। অবশেষে কথা রেখেছেন তিনি। হলেই মুক্তি পাচ্ছে ছবিটি। দিন কয়েক আগে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘বেল বটম’। ভারতের বিভিন্ন জায়গায় সেই ছবি হাউজফুল হওয়ার খবর আসছে। আর সেই কারণেই আবারও সিনেমা হলে ছবি মুক্তির ব্যাপারে আশাবাদী হতে পারছেন হল মালিক থেকে নির্মাতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ