Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশা ভোঁসলের রেস্তোরাঁয় খেয়ে তৃপ্ত টম ক্রুজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ১০:১৪ এএম | আপডেট : ১০:৫৫ এএম, ২৫ আগস্ট, ২০২১

বিদেশের মাটিতে ভারতের বহু তারকাই রেস্তোরাঁ খুলে বসেছেন। তেমনি আশা ভোঁসলেরও বার্মিংহ‍্যামে একটি রেস্তোরাঁ রয়েছে, নাম ‘আশা’স’। সম্প্রতি শুটিং এর ফাঁকে এই রেস্তোরাঁতেই এসে হাজির টম ক্রুজ। আর এসেই অর্ডার করলেন একেবারে ভারতীয় খাবারের। খেলেন, প্রশংসা করলেন, বিশেষত চিকেন টিক্কা মশালা খেয়ে নাকি মুগ্ধ হয়ে গিয়েছেন হলিউড অভিনেতা।

আশা ভোঁসলের রেস্তরাঁর ম্যানেজার নওম্যান ফারুকি জানিয়েছেন, লন্ডনে মিশন ইম্পসিবল ৭-এর শুটিংয়ের ফাঁকেই নাকি টম ক্রুজ হাজির হয়েছিলেন এই রেস্তরাঁয়। রেস্তরাঁয় ঢুকেই ভারতীয় খাবারের অর্ডার দেন টম ক্রুজ। টমের পছন্দ হয় চিকেন টিক্কা। পর পর দু’বার চিকেন টিক্কা অর্ডার করেন তিনি। যাওয়ার সময় খাবারের প্রশংসাও করেন টম।

আবার টমের নাকি বিশেষ আবদার ছিল, ভারতীয় খাবারের বিশেষত্ব অনুযায়ী টিক্কাটা যেন একটু মশলাদার করেই বানানো হয়। আশা ভোঁসলের গান শুনে প্রশংসা করেছেন, রেস্তোরাঁর লোকজনদের সঙ্গেও নাকি আড্ডা দিয়েছেন তিনি। সবচেয়ে মজার ব্যাপার, ওই সময়ে রেস্তরাঁয় যারা ছিলেন, তারাও চিনতে পারেননি টমকে।

আশা ভোঁসলের রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন টম ক্রুজ। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করে বলিউড গায়িকা লিখেছেন, ‘আশা’স এ খাবার খাওয়ার অভিজ্ঞতা টম ক্রুজ উপভোগ করেছেন একথা জানতে পেরে আমি খুবই খুশি। আশা করি খুব শীঘ্রই উনি ফের আমাদের রেস্তোরাঁতে আসবেন।’

প্রসঙ্গত, এই মুহূর্তে লন্ডনে মিশন ইম্পসিবল ৭ এর শুটিং করছেন টম। ছবিতে এক মার্কিন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এরপর টপ গান: মেভারিক ছবিতে দেখা যাবে অভিনেতাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ