Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামিনে বেরিয়ে আবার খুন

গ্রেফতার একজন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

পুলিশ সদস্যকে খুন ও ডাকাতির মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন তাহের। তিন মাস আগে জামিনে বেরিয়েছেন। গত ১৬ আগস্ট তাহের আরেকটি খুন করেন কক্সবাজারে। ঢাকার সাভার এলাকায় পালিয়ে থাকা তাহেরকে গতকাল ভোরে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডির প্রধান কার্যালয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তাহেরের গ্রেপ্তার ও অপরাধ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

সিআইডির কর্মকর্তারা জানান, কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদের ছেলে শাহজাহান সেজান গত ১৬ আগস্ট খুন হন। বৌদ্ধবিহারের মাঠে তর্কের জেরে সেজানকে ছুরিকাঘাত করে আবু তাহের খুন করেছেন বলে অভিযোগ ছিল।

প্রাথমিক তদন্তে জানা যায়, মাদক কারবারের বিরোধে এ খুনের ঘটনা। খুনসহ ডাকাতি মামলায় জামিনে থাকা তাহের এ খুনে সরাসরি জড়িত। পলাতক তাহেরকে গ্রেপ্তারে সিআইডির একটি টিম মঙ্গলবার ভোরে অভিযান চালায় সাভারের তেঁতুলঝোড়া এলাকায়। সেখান থেকে গ্রেপ্তারের পর তাহেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। একাধিক হত্যা ও ডাকাতির ঘটনায় তাহের জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান সিআইডি কর্মকর্তারা।

সিআইডির বিশেষ পুলিশ সুপার আরো জানান, হত্যা, ডাকাতিসহ ১০টি মামলার প্রধান আসামি আবু তাহের। কক্সবাজার বৌদ্ধবিহারের মাঠে শাহজাহান সেজানকে ছুরিকাঘাত করে হত্যার কথা জানিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তাহের। তা যাচাই করা হচ্ছে। তাহের ২০১৫ সালের ২৩ জুলাই সংঘটিত একটি ডাকাতি ও খুনের মামলার আসামি। পালানোর সময় ডাকাতদলকে বাধা দিয়েছিলেন কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ হোসেন। ডাকাতের ছুরিকাঘাতে পারভেজ পরে হাসপাতালে মারা যান। খুন ও ডাকাতির এ মামলায় তাহের তিন মাস আগে জামিন পান। তিনি আরও বলেন, আসামি আবু তাহের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের দায় স্বীকার করেছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

২৪ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ