Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করনের ছবি দিয়েই বলিউডে সাইফ পুত্র ইব্রাহিম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ২:৪৭ পিএম

বলিউডে পা রাখছেন সাইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান। বাবার কার্বন কপি ইব্রাহিম কবে বলিউডে অভিনয় শুরু করবেন সে প্রতীক্ষাতেই ছিল নেটনাগরিকরা। অবশেষে মিটতে চলেছে অপেক্ষা। বলিউডে আসছেন ইব্রাহিম। তবে অভিনয় করতে নয়। আপাতত পর্দার পেছনেই কাজ করে হাত পাকাতে চান সাইফ পুত্র।

অতি সম্প্রতি বলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল জোয়া আখতারের আসন্ন সিরিজের হাত ধরেই ডেবিউ করবেন ইব্রাহিম। কিন্তু এখন বলিপাড়ার অন্দরের খবর বলছে করন জোহরের আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’র সহ পরিচালক হচ্ছেন তিনি। এদিকে এ খবর প্রকাশ্যে আসতেই নেপোটিজম নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন করন।

দীর্ঘদিন পর পরিচালনায় ফিরছেন করন। এতদিন স্রেফ তার ধর্মা প্রোডাকশন ছবির প্রযোজনা করে এসেছে। এবার তিনি পরিচালিত করবেন রণবীর সিং আলিয়া ভাট জুটিকে। শুক্রবার (২০ আগস্ট) শুরু হয়েছে ছবির প্রথম অংশের শুটিং। নিজে শুটিং শুরুর ভিডিও শেয়ার করেছেন করন। এই ছবিতেই তার সঙ্গে সহ পরিচালনা করবেন ইব্রাহিম। ভবিষ্যতে কোনোদিন হয়তো তাকে অভিনেতা হিসেবে পর্দায় দেখা যাবে।

এর আগে এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে ইব্রাহিমের সম্পর্কে সাইফ বলেছিলেন, “হৃতিক রোশনের মতোই ও পুরো ধামাকা করবে বড়পর্দায়। আমার সঙ্গে ওর তুলনা করা হবেই, এটা ও এড়িয়ে যেতে পারে না। কিন্তু ও এখনো বড় হচ্ছে, শিখছে, নিজের ব্যক্তি সত্ত্বাকে গড়ে তুলছে। তাই এই তুলনাটা এখনি না হলে ভাল।”

ইব্রাহিমের সম্পর্কে অভিনেতার মত, “এত সুন্দর দেখতে ছেলের অভিনয়ই করা উচিত। বলিউডের মতো সুরক্ষিতও আর কোনো জায়গা নেই। কলেজের পড়াশোনা শেষ করেই বলিউডে অভিষেক করবেন ইব্রাহিম।”

সাইফ আরো জানিয়েছিলেন, “তিনি নিজেই ছেলেকে সিনেমায় লঞ্চ করতে পারেন। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত নন তিনি।”

ইতিমধ্যেই বলিউডে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন ইব্রাহিমের বোন সারা আলি খান। বাবা সাইফ আলি খানের হুবহু দেখতে ইব্রাহিম ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। আগামী দিনে তাকে পর্দাতে দেখতে আগ্রহী সিনেপ্রেমীরা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ