প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী হুমা কুরেশি বলিউডে পা রেখেছেন প্রায় এক দশক হতে চলল। তবে এখনও তার মনে হয় জীবনে অনেক সাফল্য অর্জন করা বাকি। যদিও তার এ পর্যন্ত পথচলায় তিনি কৃতজ্ঞ। বড়পর্দায় একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সের পর হুমা পা রাখেন ওয়েব প্ল্যাটফর্মেও, 'লিলা' ও 'মহারানি'র হাত ধরে। বলিউডে তার এযাবৎ যাত্রা নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি কৃতজ্ঞ ও খুব খুশি। আমি মনে করি আমার এখনও অনেকটা সাফল্য অর্জন করা বাকি।'
২০১২ সালে দুটি পর্বের ক্রাইম ড্রামা 'গ্যাংস অব ওয়াসেপুর' দিয়ে হুমা কুরেশির বলিউডে শুরু। তারপর থেকে একের পর এক, অবিরাম। কখনও 'ডি-ডে' ছবিতে জোয়া'র চরিত্রে তো কখনও 'বদলাপুর' ছবিতে ঝিমলির ভূমিকায়, আবার কখনও 'জলি এলএলবি ২' ছবিতে পুষ্পা হয়ে নিজের অভিনয় ক্ষমতা দিয়ে তামাম দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী হুমা কুরেশি। হুমা কুরেশি কেবল হিন্দি ছবিই নয়, মারাঠী, তামিল, মালয়ালাম ছবিতেও কাজ করেছেন। ইংরেজি ছবি 'ভাইসরয়েস হাউস'-এও অভিনয় করতে দেখা গেছে তাঁকে। হুমার সাবলীল অভিনয় ক্ষমতাই তাকে আট থেকে আশির পছন্দের তালিকায় এনেছে।
এদিকে ৩৫ বছরের বয়সী হুমা কুরেশি এখন তোড়জোড় শুরু করে দিয়েছেন তার আগামী ছবি 'বেল বটম'-এর মুক্তির। ছবিতে তার সঙ্গে দেখা যাবে 'খিলাড়ি' অক্ষয় কুমারকেও। গোয়েন্দা থ্রিলার 'বেল বটম' সিনেমা হলে মুক্তি পাচ্ছে ১৯ আগস্ট।
'বেল বটম' প্রসঙ্গে হুমা কুরেশি বলেন, 'গুপ্তচরবৃ্ত্তির প্রতিই মানুষের আলাদা একটা আকর্ষণ আছে। তাই আমার মনে হয় যুব সমাজকে ধরে রাখতে এই ধরণের ছবি সাহায্য করে।'
শুধু যুব সমাজ নয়, এই ধরণের ছবি একটু বেশি বয়সের মানুষজনও দেখতে ভালবাসেন। তার সংযোজন, 'আমার মনে হয় এই ধরণের ছবিতে সকলের জন্যই কিছু না কিছু উপাদান থাকে।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।