Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সুপার ড্যান্সার’-এর মঞ্চে ফিরছেন শিল্পা শেট্টি!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ১১:৩৬ এএম

‘সুপার ডান্সার চ্যাপ্টার ৪’-এ বিচারকের আসনে ছিলেন গীতা কাপুর, অনুরাগ বসু এবং শিল্পা শেট্টি। পর্নোগ্রাফি মামলায় স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারের পর বেশ কিছুদিন যাবৎ এই শো-তে অনুপস্থিত তিনি। তবে সম্প্রতি জানা গিয়েছে, এবার প্রায় ৩ সপ্তাহ পর ‘সুপার ড্যান্সার’-এর সেটে ফিরছেন তিনি। ২০১৬ সালে এই শোতে বিচারকের আসনে বসেছিলেন অভিনেত্রী। এই শো-এর নির্মাতারা চাইছেন না তার জায়গায় অন্য কাউকে আনতে। এমনকি শিল্পা যে শোতে ফিরে আসছেন সেই নিয়ে খুশি তারা।

সম্প্রতি এই শো-এর আরেক বিচারক পরিচালক অনুরাগ বসু এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, সেটে সবাই ভীষন মিস করছে শিল্পাকে। তার আর শিল্পার অনেকদিনের সম্পর্ক, তবে শুধু অনুরাগই নন কোরিওগ্রাফার থেকে পর্দার পিছনে যারা রয়েছেন, সেটের সকলের সঙ্গেই শিল্পার ভালো সম্পর্ক। শিল্পা কবে সেটে ফিরছেন তা জানতে এরই মাঝে অনুরাগ মেসেজও করেছিলেন অভিনেত্রীকে কিন্তু এই প্রশ্নের কোনও উত্তর দেননি শিল্পা।

এদিকে, ‘সুপার ড্যান্সার’-এ শিল্পার জায়গায় পূরণ করতে দেখা গিয়েছে অনেককে। ‘সুপার ডান্সার চ্যাপ্টার ৪’-এ ভারতের স্বাধীনতা দিবসের বিশেষ এপিসোডে ছিলেন সঙ্গীতা বিজলানি ও জ্যাকি শ্রফ। এর আগে, রীতেশ দেশমুখ, জিনিলিয়া ডিসুজা, করিশ্মা কাপুর, সোনালী বেন্দ্রে এবং মৌসুমী চ্যাটার্জির মতো তারকারাও এই শোতে অংশ নিয়েছিলেন।

এছাড়া, গতবার যখন শিল্পার গোটা পরিবার করোনা আক্রান্ত হয়েছিলেন বলে শো থেকে নিজেকে সরিয়েছিলেন অভিনেত্রী। তখন মালাইকা আরোরা শিল্পার জায়গায় বিচারকের আসনে বসেছিলেন। করোনা বিধি মেনে শুটিং হয়েছিল দামানে।

উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ কুন্দ্রার জামিনের আবেদন খারিজ করেছে বোম্বে হাইকোর্ট। দায়রা আদালতে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার জামিনের শুনানির সময় পুলিশের পক্ষ থেকে তীব্র বিরোধিতা করা হয়। এই মামলার পরবর্তী শুনানির দিন ২০ আগস্ট স্থির করা হয়েছে। ততদিন জেলেই কাটাতে হবে রাজ কুন্দ্রাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ