Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হেরা ফেরি’র প্রযোজকের অভিযোগের জবাব দিলেন প্রিয়দর্শন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১০:১০ এএম

২০ বছর আগের ঘটনা ঘিরে শুরু হল কাঁদা ছোড়াছুড়ি। পরিচালক প্রিয়দর্শনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। তার দাবি, ‘হেরা ফেরি’ পরিচালনার সময় থেকেই নাকি গন্ডগোল পাকাতো এই পরিচালক। তবে একান্ত উপায় না দেখে শুটিংয়ে ফিরে আসলেও গোটা ছবিটিকেই নাকি ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। এতদিন চুপ করে থাকলেও এবার তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে মুখ খুললেন প্রিয়দর্শন।

তবে এই সকল অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন প্রিয়দর্শন। তিনি জানিয়েছেন, ‘‘হেরা ফেরি’ ছবি আজ থেকে অন্তত ২০ বছর আগের ঘটনা। এখন কেন এসব কথা উঠছে? তখন উঠল না কেন? ওই ছবি করার পরেও আরও বহু হিন্দি ছবি এক নাগাড়ে তৈরি করে গেছি। বর্তমানে ৯৫টা সিনেমা পরিচালনা করে ফেলেছি। যদি আমার নামের পিছনে এরকম সত্যি বদনাম সেঁটে থাকত, তাহলে কি এত বছর এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারতাম?’

ফিরোজ আরো নাদিয়াদওয়ালা অভিযোগ করেছেন, ‘‘হেরা ফেরি’ যেন বক্স অফিসে ফ্লপ করে, তার সবরকম চেষ্টা করেছিলেন প্রিয়দর্শন। এমনকি ছবির অভিনেতাদের সঙ্গেও নাকি কুপরামর্শ দিয়েছিলেন। এমনকি মাঝপথেও নাকি ছবির কাজ করা বন্ধ করে দিয়েছিলেন।’

এই অভিযোগের জবাবে প্রিয়দর্শন বলেন, ‘তা যদি করেই থাকতাম তাহলে কি ওঁরা আমার সঙ্গে ওই ছবির পরেও এত ছবিতে কাজ করতেন? কেনই বা আমি না থাকতেও ‘হেরা ফেরি ২’-তে অভিনয় করেছিলেন তারা?’

পাশাপাশি তিনি আরও জানান, ‘তিনি নেহাতই একজন মামুলি দক্ষিণী পরিচালক। বলিপাড়ায় তার ওতো জোর নেই। এখানেই না থেমে তিনি আরও বলেন যে সম্প্রতি তিনি প্রযোজকদের জানিয়ে দিয়েছিলেন যে ‘হেরা ফেরি ৩’ এর পরিচালকের আসনে বসতে চান না। ব্যাস, এটুকুই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ