Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজ কুন্দ্রার সঙ্গে প্রথম শ্যুটের ছবি ফাঁস করলেন শার্লিন!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ৩:০৭ পিএম

বর্তমান সময়ে ভারতের বিনোদন জগতে তোলপাড় চলছে রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি কেস নিয়ে। এখনও পুলিশ হেফাজতেই রয়েছেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। তবে এরই মধ্যে রাজের সঙ্গে নিজের প্রথম শ্যুটের ছবি তুলে ধরলেন শার্লিন চোপড়া। ছবিটি শেয়ার করে শার্লিন চোপড়া দাবী করেছেন, এই ছবিটি ‘দ্য শার্লিন চোপড়া’ অ্যাপের প্রথম শুটিংয়ের সময়কার তোলা ছবি। এই ছবিতে শার্লিনের সঙ্গে রাজ এবং অন্য একজন ব্যক্তিকেও দেখা যায়।

সেইসময় নিজের ট্যুইটার মিডিয়া হ্যান্ডেলে ছবিটি শেয়ার করে শার্লিন চোপড়া লিখেছিলেন, ‘২৯ শে মার্চ, ২০১৯-র দিন ছিল। আর্মসপ্রাইম আয়োজিত ‘দ্য শার্লিন চোপড়া’ অ্যাপের প্রথম কন্টেন্ট শ্যুট হতে যাচ্ছিল। এর আগে কোন অ্যাপের সঙ্গে যুক্ত না থাকার কারণে, এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা ছিল। এদিন খুব উৎসাহী ছিলাম আমি।’

এর আগে শার্লিন জানিয়ে ছিলেন, ‘২০১৯ সালের শুরুর দিকে আমার সহকারীকে ফোন করেন রাজ। রাজ আমার নামে একটি অ্যাপ তৈরি করার কথা বলেছিলেন। তারপর হঠাৎ আমার বাড়িতে এসে হাজির হন রাজ। রাজের সঙ্গে এই অ্যাপ নিয়ে বচসাও হয় আমার। তারপরই হঠাৎ আমাকে জোর করে চুমু খেতে শুরু করেন রাজ! আমি বাধা দিলেও, রাজ আমার কথা শোনেননি।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে শার্লিন চোপড়া জানিয়েছেন, ‘শিল্পা শেট্টি আমার ভিডিও এবং ছবি পছন্দ করে বলে, আমাকে বিভ্রান্ত করেছিলেন রাজ। উনি আমার পরামর্শদাতা ছিলেন। আমরা সমস্ত শ্যুটিংই আমার গ্ল্যামারের জন্য, রাজ এমনটাও বলেও বিভ্রান্ত করতেন।’

উল্লেখ্য, রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পরেই তদন্তে উঠে আসে অভিনেত্রী ও মডেল শার্লিন চোপড়ার নাম। তারপর থেকেই নানা সময়ে শার্লিন মুখ খুলেছেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে। ইতিমধ্যে রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি কেসে শার্লিন চোপড়ার বয়ান রেকর্ড করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ