গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার সালাহ্ উদ্দিন আহমেদে মারা গেছেন। বুধবার (১১ আগস্ট) সকালে এনবিআর’র জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এনবিআর’র কর বিভাগের কর্মকর্তা সহকারি কর কমিশনার সালাহ্ উদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কর বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সর্বদা সচেষ্ট ছিলেন। তিনি ২৭তম বিসিএসের কর ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। কর অঞ্চল-৮ এ সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন সালাহ্ উদ্দিন আহমেদ।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিনিয়র সচিব, আইআরডি ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো রহমাতুল মুনিম।
এক শোক বার্তায় তিনি সালাহ্ উদ্দিন আহমেদের মৃত্যুতে ব্যক্তিগতভাবে ব্যথিত ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। পাশাপাশি তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ৯ বছর বয়সী এক পুত্র সন্তান রেখে গেছেন।
এর আগে গত ২০ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আপিল অঞ্চল-৩-এর কর কমিশনার মো. আলী আসগর করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ইন্তেকাল করেন।
আরো আগে গত মাসে আরেক কর কমিশনার হোসাইন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এই পর্যন্ত এনবিআরের ১০ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় সংক্রমিত হয়ে মারা গেলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।