Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অলিম্পিকের অনুকরণে ভিন্নধর্মী প্রতিযোগিতা

সিরিয়ার লাতাকিয়ায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

মাটিতে পাতা গালিচা। তার ওপরেই উচ্চলাফ দিচ্ছে এক সিরীয় কিশোর। অপেক্ষায় আরও কয়েকজন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের ফুয়া শহরে অনেকটা অলিম্পিকের অনুকরণে এক ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাঁবুতে বেড়ে ওঠা উদ্বাস্তু শিশুদের অংশগ্রহণে এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘টেন্টস অলিম্পিকস ২০২০’। ইদলিবে বর্তমানে প্রায় ৩০ লাখ মানুষের বাস। এর বেশিরভাগই দেশের বিভিন্ন অংশ থেকে পালিয়ে আসা উদ্বাস্তু। জাপানের টোকিওতে যখন অলিম্পিক শেষ হওয়ার পথে, তখন শনিবার ফুয়া শহরের বিশাল মাঠে নিজেদের ভার্সনের অলিম্পিকে অংশ নেয় প্রায় ১২০ কিশোর। এতে শুধু উচ্চলাফই নয়, ছিল জ্যাভেলিন ছোড়া ও দৌড় প্রতিযোগিতাও। খবর এএফপির। অপরদিকে সিরিয়ায় উপক‚লীয় শহর লাতাকিয়ায় একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে ইরান। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতায় বিধ্বস্ত আরব এ দেশটির পুনর্গঠনের অংশ হিসেবে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। খবর ইরনার। এক দশকের বেশি সময় ধরে সিরিয়ায় বিদেশিদের চাপিয়ে দেয়া গৃহযুদ্ধ চলছে। রোববার বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য লাতাকিয়া শহরের বেশ কয়েকটি গ্যাস টারবাইন নেয়া হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়- বিপুল পরিমাণ যন্ত্রপাতি ও সরঞ্জাম নিয়ে ভারী যানবাহন প্রবেশ করছে লাতাকিয়া শহরে। ইরানের মাপনা গ্রুপ এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করছে। এএফপি, ইরনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ