Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রযুক্তি বর্জনের শর্তে ন্যাটো সদস্য করার প্রস্তাব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলকে চীনের হুয়াওয়ে মোবাইল ফোনের ফাইভ-জি নেটওয়ার্ক প্রযুক্তি থেকে বেরিয়ে এসে আমেরিকার ফাইভ জি প্রযুক্তি গ্রহণের আহবান জানিয়েছে ওয়াশিংটন। এর বিনিমিয়ে তারা ব্রাজিলকে ন্যাটো সদস্যভুক্ত করার প্রস্তাব দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জেক সুলিভান এই প্রস্তাব দিয়েছেন। খবর এএনআই। প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার জন্য ব্রাজিলকে চীনা প্রযুক্তির ব্যবহার বন্ধ করতে হবে। পাশাপাশি আমেরিকা নিজের প্রযুক্তি ব্রাজিলকে দেওয়ার কথা জানিয়েছে। এর বিনিময়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য হওয়ার জন্য ব্রাজিলকে প্রস্তাব দেন জেক সুলিভান। এর আগে এই সপ্তাহে সুলিভান ব্রাজিল সফর করেন। গত বৃহস্পতিবার তিনি দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সাথে বৈঠক করেন। এ সফরে তিনি ব্রাজিলের আরও কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সাথে টেলিযোগাযোগ খাতে সহযোগিতার ব্যাপারে আলোচনা করেন। এছাড়া সাইবার নিরাপত্তা এবং ন্যাটো জোটে ব্রাজিলের সদস্য হওয়ার সম্ভাবনা, আমাজন বন উজাড় এবং করোনা ভ্যাকসিন সরবরাহ নিয়ে আলোচনা করেন। স্থানীয় দৈনিক ফোলহা ডি সাও পাওলো শুক্রবার এক রিপোর্টে জানিয়েছে, ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী ওল্টার ব্রাগা নেট্টোর সাথে ন্যাটো জোটে যুক্ত হওয়ার বিষয় নিয়ে জেক সুলিভান বিস্তারিত আলোচনা করেন। এএনআই, ইরনা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যাটো


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ