প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হানি সিংয়ের স্ত্রী শালিনী তলওয়ার সম্প্রতি দিল্লি কোর্টে গায়কের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক অত্যাচারের মামলা করেছেন। মামলায় নাম জড়িয়েছে হানি সিংয়ের মা-বাবা এবং ছোট বোনেরও। তবে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠল গায়কের বাবার বিরুদ্ধে। শালিনী তার অভিযোগে জানিয়েছে মদ্যপ অবস্থায় শ্বশুর তার সঙ্গে অশালীন আচরণ করতেন।
শালিনী তলওয়ার বলেন, একদিন তিনি যখন ঘরে পোশাক বদলাচ্ছিলেন তখন দরজায় নক না করেই ঘরে ঢুকে পড়েন হানি সিংয়ের বাবা। মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় নাকি শালিনীকে যৌন হেনস্তা করেছিলেন হানি সিংয়ের বাবা। শালিনী জানিয়েছেন তার হাতে যথেষ্ঠ তথ্য প্রমাণও রয়েছে।
এর আগে শালিনী অভিযোগ করেছিলেন, হানি সিং তার উপর যৌন অত্যাচারও চালাতেন। শুধু তাই নয়, শারীরিক নির্যাতনের পাশাপাশি চলত মানসিক অত্যাচারও। হানি সিং বিয়ের কথা সমাজে প্রকাশ করতে চাইতেন না। এমনকি আর্থিক প্রতারণার অভিযোগও তুলেছেন হানিপত্নী। দিল্লির একটি আদালতে এ নিয়ে মামলা করেছেন শালিনী। গত মঙ্গলবার তার মামলাটি গৃহীত হয়।
শালিনীর মামলা গৃহীত হওয়ার পর হানি সিংকে একটি নোটিস পাঠানো হয়েছে আদালতের পক্ষ থেকে। তাকে আগামী ২৮ আগস্টের মধ্যে সেই নোটিসের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি যে সমস্ত সম্পত্তি হানি সিং ও তার স্ত্রীর নামে রয়েছে, তা আপাতত বিক্রি করতে পারবেন না গায়ক, বলেও সাফ জানিয়ে দিয়েছে আদালত।
উল্লেখ্য, ২০১৪ সালে একটি রিয়ালিটি শো-এ প্রথমবার নিজের স্ত্রীর সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দিয়েছিলেন হানি সিং। তিনি যে বিবাহিত, সে খবর শুনে হকচকিয়ে গিয়েছিলেন অনেক ভক্তই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।