Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো রিয়েলিটি শো-এর বিচারক সোনু নিগম!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ৪:৪৪ পিএম

আবারো রিয়েলিটি শো-এর বিচারকের আসনে সোনু নিগম। স্টার জলসার আসন্ন রিয়েলিটি শো ‘সুপার সিঙ্গার’এ বিচারকের আসনে দেখা যাবে তাকে। এর আগে সারেগামাপা এবং ইন্ডিয়ান আইডলের বিচারক থেকেছেন সোনু। কিন্তু বেশ কয়েক বছর হল রিয়েলিটি শো থেকে দূরেই রয়েছেন তিনি। এর কারণ হিসেবে তার বক্তব্য, তিনি কেমন ব্যবহার করবেন সেটা কেউ তাকে বলে দেবে না।

‘সুপার সিঙ্গার’এ বিচারকের দায়িত্ব নেয়া প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে সোনু বলেছেন, ‘এই শো টা তার বেশ ভাল লেগেছে। এখানে কৌশিকি চক্রবর্তী ও কুমার শানু থাকছেন। পরিবেশটাও বেশ সুন্দর। ওখানে আমি অনেক বেশি স্বচ্ছন্দ। আশা করছি ওরা আমায় মেলোড্রামা করতে বলবে না। যদি বলে তখন দেখা যাবে।’

সম্প্রতি ইন্ডিয়ান আইডল বিতর্কে অমিত কুমারের পক্ষ নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে। বিচারকদের বিচার পদ্ধতিতে শো নির্মাতাদের হস্তক্ষেপের জন্যই নাকি আর রিয়েলিটি শো তে না থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সোনু। চলতি মাসের শুরুতেই এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে সোনু বলেন, ‘প্রতিযোগীদের কিছু শেখানোর জন্যই আমরা বিচারক হই। সবসময় বাহ বাহ করলে কী করে চলবে? সৎ উপদেশ দেওয়া উচিত সবসময়। আমরা যদি সবসময় ওদের প্রশংসা করি তবে প্রতিযোগীরা নিজেরাও বুঝতে পারবে না কখন তারা ভাল গাইছে আর কখন খারাপ।’

অন্য এক সাক্ষাৎকারে সোনু বলেছিলেন, তিনি স্পষ্ট কথার মানুষ। সঙ্গীত সম্পর্কে তার সম্যক জ্ঞান রয়েছে, তাই কেউ তাকে বলে দিতে পারে না যে তিনি কীভাবে ব্যবহার করবেন না করবেন। যদি তাঁকে কোনো কিছু করতে বলা হয় তবে তিনি করবেন ঠিকই কিন্তু সেগুলো আদৌ তিনি উপভোগ করবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে সোনু্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ