Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউন কার্যকরে সিডনিতে সেনা মোতায়েন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১২:২০ পিএম | আপডেট : ৮:৩৪ পিএম, ৩০ জুলাই, ২০২১

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের আটটি কাউন্সিলের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে প্রশাসন। পাঁচ সপ্তাহ লকডাউন শেষে আরও চার সপ্তাহ বাড়ানো হয়েছে। ২৫ জুন মধ্যরাত থেকে শুরু হওয়া লকডাউন শেষ হবে ২৮ আগস্ট। নাগরিকদের চলাচলে কঠোর থেকে কঠোরতর বিধিনিষেধ আরোপ করেও কিছুতেই থামানো যাচ্ছে না করোনার বিষাক্ত ছোবল। লকডাউনের মধ্যেই এই রাজ্যে গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হওয়ায় রাজ্য সরকার আতঙ্কিত হয়ে পড়েছে।

তাদের ধারণা, খুব অল্পসংখ্যক ‘স্বার্থবাদী’ মানুষ লকডাউনের আইন মানছেন না এবং তারাই ভাইরাসটি ছড়িয়ে দিচ্ছেন গোটা কমিউনিটির ভেতর। গত সপ্তাহের লকডাউনবিরোধী সমাবেশ রাজ্য সরকারকে খুব বেশি ভাবিয়ে তুলেছে। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান সাংবাদিকদের বলেছেন, ‘বিক্ষোভকারীরা আমার হৃদয় ভেঙে দিয়েছে’।

প্রধানমন্ত্রী স্কট মরিসন এটিকে ‘চরম স্বার্থপর কাজ’ বলে অভিহিত করেছেন।শনিবার আরও একটি বিক্ষোভের পরিকল্পনা করছে লকডাউনবিরোধীরা। নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মিক ফুলার বলেন, ‘দ্বিগুণ পুলিশ সতর্ক ও প্রস্তুত আছে। লকডাউনবিরোধী কোনো কার্যক্রম সহ্য করা হবে না। তাদের কঠোরভাবে দমন করা হবে’। সামাজিক বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও ক্রমবর্ধমান হতাশা লকডাউন ভেঙে হাজার হাজার মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেছে। রাজ্য জুড়ে চলমান এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে নিউ সাউথ ওয়েলসে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী মোতায়েনের। তারা পুলিশের সহায়ক শক্তি হিসাবে কাজ করবে এবং তারা নিরস্ত্র থাকবে। করোনাকালীন সময়ে এই প্রথমবারের মতো সিডনিতে সেনা নামানো হচ্ছে। দুই সপ্তাহ আগে সিডনিতে ‘ন্যাশনাল ইমার্জেন্সি’ ঘোষণা করা হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই সেনা মোতায়েন নিয়ে নাগরিকদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মিক ফুলার বৃহস্পতিবার প্রধানমন্ত্রী স্কট মরিসনের কাছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর সহায়তার আবেদন করার পর আশা করেছিলেন যে, সিডনিতে পুলিশ তাদের প্রয়োগ কার্যক্রম সম্প্রসারিত করার জন্য সেনাবাহিনীর সহায়তা পাবে।
প্রতিরক্ষা মন্ত্রী পিটার ডটন আবেদনটি অনুমোদিত হয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩০০ জন সেনা সদস্য সিডনি পুলিশকে সাহায্য করার জন্য মোতায়েন থাকবে। তারা জনগণকে লকডাউনের আইন মানতে বাধ্য করবে। আগামী সোমবার ২ আগস্ট তারা পুলিশের নির্দেশনায় কাজ শুরু করবে।

কম্বারল্যান্ড সিটি কাউন্সিলের মেয়র স্টিভ ক্রিস্টো এসবিএস নিউজকে বলেছেন, তিনি সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন, কারণ এটি বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে। তিনি বলেন, ‘যদি কেবলমাত্র লকডাউন কার্যকর করার জন্য সেনাবাহিনী আনা হয়, আমি মনে করি না যে এটি মোটেও ভালো ফল দেবে। আমি মনে করি না যে লোকেরা এটি খুব ভালোভাবে গ্রহণ করবে’। নিউ সাউথ ওয়েলসের পুলিশ মন্ত্রী ডেভিড ইলিয়ট বলেন, ‘সেনা মোতায়েন প্রয়োজনীয় ছিল, কারণ অল্প সংখ্যক মানুষ মনে করছে, নিয়ম তাদের জন্য প্রযোজ্য নয়’।
তিনি টেলিভিশন চ্যানেল নাইনকে বলেন, ‘অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের কর্মকর্তাদের এনএসডব্লিউ পুলিশ সদস্যদের সঙ্গে যুক্ত করা হবে এবং তারা পুলিশের নির্দেশনা মেনে কাজ করবে’। অস্ট্রেলিয়ান আইনজীবী জোট সেনাবাহিনী মোতায়েনে উদ্বেগ প্রকাশ করেছে। সিএসবি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ