মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজারের টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। ১৬ বছর ও তার বেশি বয়সীদের আগেই ফাইজারের টিকা দেয়া শুরু হয় দেশটিতে। অস্ট্রেলিয়ার ‘থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন’ (টিজিএ) জানায়, ফাইজারের ভ্যাকসিন বাচ্চাদের দেওয়ার অনুমোদনের আগে এর তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শও নেয়া হয় বলে জানায় তারা। এরপর অস্ট্রেলিয়ার ড্রাগ রেগুলেটর জানায়, ফাইজারের টিকা বাচ্চাদের দেয়া যেতে পারে’।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেন, সব দিক ভালো করে বিচার বিবেচনা করেই রেগুলেটর এ সিদ্ধান্ত নিয়েছে। সরকারের পক্ষ থেকে এবার জানানো হবে কাদের অগ্রাধিকারভিত্তিতে টিকা দেয়া হবে। ডয়েচে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।