বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দৈনিক ইনকিলাবের যশোর ব্যুরো প্রধান, যশোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মিজানুর রহমান তোতার ইন্তেকালে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ এক শোক বাণীতে বলেন, জনাব মিজানুর রহমান তোতা ছিলেন অত্যন্ত সাবলীল, প্রাণবন্ত ও হাস্যোজ্জল মানুষ। জমিয়াতুল মোদার্রেছীনের প্রতি তাঁর ভালবাসা ছিল অপরিসীম। যশোর অঞ্চলে অনুষ্ঠিত জমিয়াতুল মোদার্রেছীনের সকল সভা, সেমিনার, সম্মেলনে তিনি আন্তরিকতার সাথে সহযোগিতা করতেন। এছাড়াও জমিয়াতের নেতৃবৃন্দ সাংগঠনিক কিংবা ব্যক্তিগত যে কারণেই হোক তাঁর শরণাপন্ন হলে কখনোই কাউকে নিরাশ করতেন না। স্বভাবতই তিনি অত্যন্ত পরোপকারী ব্যক্তি ছিলেন।
দৈনিক ইনকিলাব ও জমিয়াতুল মোদার্রেছীনকে তিনি অগাধ শ্রদ্ধা ও ভালবাসায় হৃদয়ে লালন করতেন। তারই পরিপ্রেক্ষিতে তিনি কখনোই ইনকিলাব ও জমিয়াতকে আলাদা করে দেখতেন না। তারা মিজানুর রহমান তোতার রূহের মাগফিরাত কামনা করেন। সেইসাথে তাঁর পরিবার, আত্মীয়, পরিজন ও সকল শুভাকাক্সক্ষীগণ যেন এমন শোকার্ত সময়ে ধৈর্যধারণ করতে পারেন সেজন্যও আল্লাহর দরবারে দুয়া করেন।
জমিয়াতুল মোদার্রেছীনের যশোর জেলা সভাপতি ভাইস প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম, সেক্রেটারী প্রিন্সিপাল মাওলানা মহসীন আলী, সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা হায়দার আলী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন যশোর জেলা জমিয়াতের পক্ষ থেকে পৃথক শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ বলেন, আমাদের জানামতে মিজানুর রহমান তোতা তাঁর পেশাসহ সকল ক্ষেত্রেই একজন পরিচ্ছন্ন ও সাদা মনের মানুষ ছিলেন। তারা তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। সেইসাথে মিজানুর রহমান তোতাকে মহান রাব্বুল আলামীন যেন জান্নাতের উচ্চ স্থানে অধিষ্ঠিত করেন সেই দুয়াও করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।