Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লন্ডনে ভ্যাকসিন নিয়ে অসুস্থ পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ১০:৪৮ এএম

ছুটির আমেজে ছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ছুটি কাটাতে পৌঁছে গিয়েছিলেন সুদূর লন্ডনে। সেখানেই নিয়েছিলেন করোনার ভ্যাকসিনও। ভ্যাকসিন নেওয়ার ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তারপরই ঘটলো বিপত্তি। ভ্যাকসিনের ডোজে কাহিল হয়ে পড়লেন অভিনেত্রী।

জানা যায়, লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন পরিণীতি চোপড়া। সেখানে গিয়ে উঠেছেন বোন প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে। সেখানেই করোনার ভ্যাকসিন নিয়েছেন তিনি। তাকে দেওয়া হয় ফাইজারের টিকা। ভ্যাকসিন নেওয়ার পর হতে ব্যান্ড-এইড লাগানো ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তারপর সব গুলিয়ে গেল। ভ্যাকসিনের ডোজে কাহিল হয়ে পড়েছেন তিনি।

ভ্যাকসিন নিয়ে তিনটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। প্রথম দুটি ছবিতে তাকে হাতে টিকা নেওয়া অবস্থায় দেখা গিয়েছে। পরিণীতির মুখে লেগে আছে হাসি। সুপার উওম্যান পোজ দিয়ে ছবি তুলেছেন তিনি।

অন্যদিকে, তৃতীয় ছবিটিতে টিকাকরণের বাস্তব রূপ স্পষ্ট রয়েছে। কাউচে চোখ বন্ধ অবস্থায় শুয়ে পরিণীতি, চোখে মুখে স্পষ্ট অসুস্থতা। তার পাশে বসে প্রিয়াঙ্কার পোষ্য ডায়ানা। ক্যাপশনে লিখেছেন, “ভ্যাকসিন নিলাম। ছবি তুলেছি। তারপর বাস্তবের সম্মুখীন হলাম।”

করোনার ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। সেই তালিকায় বাদ নন তারকারাও। এবার ভ্যাকসিন নিয়ে কাবু হলেন পরিণীতি চোপড়াও। ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। টার্কি ও অস্ট্রিয়াতে আগেই ঘুরতে গিয়েছিলেন তিনি। বেড়ানোর ছবিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। এখন তিনি লন্ডনে বোনের বাড়িতে।



 

Show all comments
  • Ali Hussain ১৬ জুলাই, ২০২১, ১১:০০ এএম says : 0
    The situation is worst!
    Total Reply(0) Reply
  • Shanto ১৬ জুলাই, ২০২১, ২:৩৫ পিএম says : 0
    কথিত করোনা ভাইরাস ভ্যাকসিন একশতভাগ নিরব বিষ! যার রিএকশন বর্তমানের চাইতে ভবিষ্যতে আরও ব্যাপক এবং ভয়ঙ্কর হবে!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ