Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘লাদাখ নিয়ে অভিযোগ মিথ্যে’, পাল্টা মন্তব্য আমিরের প্রযোজনা সংস্থার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ৪:০৮ পিএম

সম্প্রতি লাদাখে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছিল আমির খানের বিরুদ্ধে। অভিযোগ, শুটিং চলাকালীন লাদাখের ওয়াখা গ্রামে বিস্তর পরিবেশ দূষণ ঘটিয়েছেন আমির ও তার 'লাল সিং চাড্ডা' ছবির টিম। বেশ কিছুদিন ধরে কার্গিল ও লাদাখে শুটিং চলছে আমির খানের পরবর্তী ছবি 'লাল সিং চাড্ডা'র। সেখানেই রয়েছে তার গোটা টিম। রয়েছেন তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও।

ওই অভিযোগের ভিত্তিতে এবার পাল্টা মন্তব্য করলেন আমির খান প্রোডাকশনস। টুইটের মাধ্যমে এই অভিযোগকে সরাসরি ভুয়া ও গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের কথায়, প্রতিদিন শুটিং শেষে চারপাশে কোনও আবর্জনা পড়ে রইল কিনা, তা ভালোভাবে দেখে একটি 'স্পেশাল টিম' এবং শুটিংয়ের শেষ দিনেও ভালো করে আরও একবার সেই গোটা অঞ্চল নিরীক্ষণ করা হয়। এমনকি টুইট শেষে আমিরের সংস্থা জানায়, 'আমরা সত্যি বলছি না মিথ্যা তা পরীক্ষা করার জন্য আমাদের যেকোনও শুটিং অঞ্চলে ভারপ্রাপ্ত কর্মকর্তারা যেকোনও সময় ঢুঁ মারতে পারেন।'

উল্লেখ্য, সম্প্রতি নেট দুনিয়ায় এক ভিডিও শেয়ার করেন এক টুইটার ব্যবহারকারী। যেখানে দেখা যায়, উপত্যকার যত্রতত্র ফেলা প্লাস্টিকের বোতল। এছাড়াও একাধিক বর্জ্য বস্তু। জিগমৎ লাদাখি নামের টুইটার ব্যবহারকারী সেই ভিডিও টুইট করে লিখেছেন, 'ওয়াখা গ্রামের বাসিন্দাদের জন্য এমন উপহারই ফেলে দিয়ে গিয়েছেন আমির খানের আসন্ন ছবি লাল সিং চাড্ডা টিম।' এখানেই শেষ না আমিরের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সত্যমেব জয়তে’-র প্রসঙ্গ তুলে সেই ব্যক্তির দাবি, 'পরিবেশ সুস্থ রাখা নিয়ে কেবল ভাল ভাল কথা বলেন আমির, কিন্তু নিজে কী করেন দেখুন!’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ