Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইন্ডিয়ান আইডল’ বিতর্কে যা বললেন কৈলাশ খের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১২:৪৩ পিএম

ইন্ডিয়ান আইডলের ১২ তম সিজন যেন আরেক বিগবস। একের পর এক বিতর্কে এই শো’র টিআরপি এখন তুঙ্গে। এ বার সেই বিতর্কেই আরও একটু উসকে দিলেন রিয়ালিটি শো’টিরই প্রাক্তন বিচারক গায়ক কৈলাশ খের। ওই শো’য়ে অতিথি বিচারক হিসেবে উপস্থিত হয়ে অমিত কুমারের ‘জোর করে প্রশংসা’ মন্তব্য নিয়ে মুখ খুললেন তিনিও।

কৈলাস খেরের বক্তব্য, “ভুয়া প্রশংসা করা উচিত নয়। সাদাকে সাদা আর কালো কে অবশ্যই কালো বলা উচিত বলে আমার মনে হয়।” গায়ক যোগ করেন, “মিথ্যে প্রশংসা করে কাউকে অন্ধ করে দিয়ে কী লাভ। সত্যের পথে চালনা করাই বিচারক হিসেবে প্রধান কর্তব্য হওয়া প্রয়োজন। ভগবান সত্য, শিব সত্য। যদি তুমি ভগবানে বিশ্বাসী হও তাহলে কারও সঙ্গে প্রতারণা করা উচিত নয়।

প্রসঙ্গত, কিছুদিন আগে ‘ইন্ডিয়ান আইডল ১২’-এ কিশোর কুমার স্পেশ্যাল এপিসোডে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কিশোর পুত্র অমিত কুমার। তিনি পরে জানান, প্রতিযোগীদের পারফরম্যান্স ভাল না লাগলেও নির্মাতাদের নির্দেশ মতো প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন। কারণ উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়ে তিনি ওই শো-তে হাজির ছিলেন। এর পর থেকেই ‘ইন্ডিয়ান আইডল’ নিয়ে বিতর্কের সূত্রপাত হয়।

এদিকে দিন কয়েক আগেই রথযাত্রা উপলক্ষে নিজের একটি গান মুক্তি পেয়েছে কৈলাশ খের এর। মাত্র চার দিনেই সেই গানের যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ‘সাইয়া’, ‘পরিন্দা’, ‘তেরি দিওয়ানি’ গানের স্রষ্টা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ