প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভারতীয় টেলিভিশনের সবচেয়ে আলোচিত রিয়ালিটি শো ‘বিগ বস’। শীঘ্রই এই শো-এর ১৫ নম্বর সিজন হাজির হবে পর্দায়। তবে সম্প্রতি ‘বিগ বস সিজন ১৫’ নিয়ে বড়সড় আপটডেট সামনে এসেছে। শোনা যাচ্ছে, আসন্ন ‘বিগ বস সিজন ১৫’ তে সঞ্চালক হিসাবে নাও থাকতে পারেন সালমান খান। বরাবরই এই শো-এর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে সালমান খানের নাম। কিন্তু সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা সালমান খান নাকি এই শো-এর অংশ হবেন না।
ভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ‘বিগ বস সিজন ১৫’-এর সঞ্চালক হিসাবে শুধু সালমান খান থাকছেন না, পাশাপাশি আরও এক তারকাকে দেখা যাবে এই শো-এর কো-হোস্ট হিসাবে। পাশাপাশি টুইটে আরও জানানো হয়েছে, ‘বিগ বস সিজন ১৫’ আগস্ট মাস থেকেই শুরু হচ্ছে, তবে সেটি টিভিতে নয়, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ভুট-এ। সেই শো-এর নাম হতে চলেছে ‘বিগ বস ওটিটি’। ছয় সপ্তাহ ওটিটি প্ল্যাটফর্মে চলবার পর তা টেলিভিশনে শিফট করবে। ‘বিগ বস ওটিটি’-তে থাকছে ‘জনতা ফ্যাক্টর’। এখানে সাধারণ দর্শক প্রতিযোগী হিসাবে অংশ নেবে, এই সময় শো-এর সঞ্চালক হিসাবে থাকবেন অন্য একজন।
আরও জানানো হয়েছে, ‘বিগ বস সিজন ১৫’ যখন প্রথম ছয় সপ্তাহ ভুটে স্ট্রিম করবে, সেই সময় দর্শকরা ভোট দিয়ে নির্বাচন করতে পারবে কারা প্রবেশ করবে বিগ বসের ঘরে। সবমিলিয়ে ৬-৭ জন সাধারন দর্শককে সুযোগ দেওয়া হবে বিগ বসের ঘরে প্রবেশ করে মূল শো-তে যোগ দেওয়ার। অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম ভুট সিলেক্টে ‘বিগ বস সিজন ১৫’ শুরু হওয়ার খবর নিশ্চিত করেছেন এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রধান ফেরজাদ পালিয়া।
এদিকে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা সালমানের জায়গায় 'বিগ বস ওটিটি'-র সঞ্চালক হিসাবে দেখা মিলবে বিগ বস ১৩-র বিজেতা তথা অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। কেউ কেউ এমনও দাবি করছেন ফের একবার ফারহা খান-কেও দেখা যেতে পারে শো-এর হোস্ট হিসাবে। তবে, 'বিগ বস ওটিটি'-র সঞ্চালক হিসাবে কাকে দেখা যাবে সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।
তারকা প্রতিযোগীদের মধ্যে আসন্ন সিজনে কাদের দেখা যাবে সেই নিয়েও কম আলোচনা চলছে না। টেলিপাড়ায় জোর গুঞ্জন, অনুষা দাণ্ডেকর, দিশা বকানি, পার্থ সামন্থন, ক্রুষ্ণা অভিষেক, মোহসিন খান, নিয়া শর্মার মতো হিন্দি টেলিভিশনের এ-লিস্টারদের দেখা যাবে বিগ বস সিজন ১৫-তে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।