Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়াদ কীভাবে বাদ পড়ে আমার মাথায় ঢুকে না : তুষার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১২:০০ এএম

দীর্ঘ ১৬ মাস পর দলে ফিরলেও ক্যারিয়ার সেরা ইনিংস খেলে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তারকা এই ক্রিকেটারের সাথে অবিচার হয়েছে বলে মনে করছেন ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ পারফর্মার তুষার ইমরান।

২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের পর আর টেস্ট দলে রাখা হয়নি রিয়াদকে। জিম্বাবুয়ে টেস্টের দলেও প্রথমে ডাক পাননি রিয়াদ, দলে অন্তর্ভুক্ত করা হয় মূল স্কোয়াড ঘোষণার দিন দুয়েক পর। অনেকেই মনে করছেন, নিজের প্রতি অবহেলার জবাব হিসেবে প্রত্যাবর্তনে ঝলক দেখিয়েই অবসর নেওয়ার সিদ্ধান্ত রিয়াদের। তবে রিয়াদের মত অভিজ্ঞ ক্রিকেটার ও দেশের অন্যতম সেরা ব্যাটসম্যানকে কোন যুক্তিতে দলের বাইরে রাখা হয়েছে তা বুঝতে পারছেন না তুষার ইমরান। তিনি মনে করেন, রিয়াদ দলে থাকলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার কাছে সিরিজ হারত না, ‘গত ১০ টেস্টে রিয়াদের গড় ৫৪। সে কীভাবে বাদ পড়ে আমার মাথায় ঢুকে না। ওকে অনেক আগেই দলে ফেরানো দরকার ছিল। তাহলে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টগুলো আমরা হারতাম না। ওর অভিজ্ঞতা কাজে লাগত।’
রিয়াদ বর্তমানে সামলাচ্ছেন টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব। তুষারের মতে, কোনো ফরম্যাটের শীর্ষ খেলোয়াড় সব ফরম্যাটেই খেলার যোগ্যতা রাখেন। তার ভাষায়, ‘সামর্থ্য দেখতে হবে। কেউ যদি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে রান করতে পারে তাহলে টেস্টেও পারবে। তামিম ইঞ্জুরিতে না পড়লে এই ম্যাচে রিয়াদ সুযোগ পেত না। এখন পারফরম্যান্স করে বুঝিয়ে দিয়েছে সে ফিট কি না। সবার আগে তাই পারফরম্যান্সই দেখা উচিৎ।’ একইভাবে তুষারের দাবি, টেস্ট অধিনায়ক মুমিনুল হককে সীমিত ওভারের ক্রিকেটে, বিশেষত ওয়ানডেতেও সুযোগ দেওয়ার, ‘মুমিনুলকে এখন ওয়ানডে দলে নিলে সে অনেক ভালো খেলবে, কারণ ধারাবাহিকভাবে টেস্টে ভালো খেলছে। নতুন ক্রিকেটারকে সুযোগ দেওয়ার আগে পুরনো ও অভিজ্ঞ ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিৎ। তখন ক্রিকেটারও বুঝতে হবে তার কোন ফরম্যাটে খেলতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়াদ

১৮ অক্টোবর, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ