নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ম্যাচটি হতে পারতো মুশফিকুর রহিমের। টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচটি খেলতে নেমেছিলেন অভিজ্ঞ এই কিপার-ব্যাটার। তবে দিনটি নিজের করে নিয়েছেন তারই ‘ভায়রা’ মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক। তবে দিন শেষে হতাশায় পুড়েছেন দুজনেই। মাত্র ১১৫ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ ম্যাচটি হেরেছে ৮ উইকেটে।
গতকাল মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলতে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিয়াদের রান ছিল ১৯৮১। ইনিংসের ১২তম ওভারে রশিদ খানের ৪ বল থেকেই ১২ রান তুলে রেকডের কাছাকাছি চলে যান মাহমুদউল্লাহ। ১৫তম ওভারে সেই রশিদকেই আরেকটি বাউন্ডারি হাঁকিয়ে মাইলফলকে পৌঁছান মাহমুদউল্লাহ। অবশ্য রেকর্ডের পরপরই ফিরে গেছেন সেই রশিদ খানের বলেই। মাইলফলকে পৌঁছার ওভারেই এলবিডব্লু হয়ে ফেরার আগে করেছেন ১৪ বরে ২১ রান। সব মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১১৫ টি-টোয়েন্টি খেলা মাহমুদউল্লাহর বর্তমান রান ২০০২। বিশ্বের ১৫তম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ অধিনায়ক। এই ফরম্যাটে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ১২৫ ম্যাচ খেলে ৩ হাজার ৩১৩ রান করেছেন রোহিত। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৯৬ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১৯০৮ রান করেছেন সাকিব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।