প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মুক্তির আগেই নেটদুনিয়ায় ঝড় তুলে দিয়েছে রাকেশ ওমপ্রকাশ মেহরার ছবি ‘তুফান’। ছবিটির মুখ্য ভূমিকা আজিজ আলির চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার। ছবিতে তিনি একজন বক্সার। ছবিতে ফারহানের নায়িকা মৃণাল ঠাকুর।
ছবিতে দেখানো হয়েছে, আজিজ আলি কীভাবে একজন গুন্ডা থেকে প্রতিষ্ঠিত বক্সার হয়ে উঠেন। বছরের পর বছর কীভাবে চ্যাম্পিয়ন হন। তিনি ভালবাসতেন ডক্টর পূজা শাহকে, যিনি ছিলেন তার অনুপ্রেরণা। ছবিতে দেখা যায়, হিন্দু পূজা শাহকে বিয়ে করেন মুসলমান আজিজ আলি। এতেই বিতর্কের মুখে পড়েছে ছবিটি। শনিবার ভারতে 'বয়কট তুফান' নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড শুরু হয়। অনেকে দাবি করেছেন যে এটি 'জাতির সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী'। একজন ব্যবহারকারী লিখেছেন, 'চলচ্চিত্রটি জঘন্য, অভিনেতা জঘন্য এবং তাদের বিষয়বস্তুও জঘন্য। তাই আমি 'তুফান'কে বয়কটের জন্য সবার প্রতি অনুরোধ করছি।' আরেকজন লিখেছেন, 'তুফান আমাদের সংস্কৃতির বিরুদ্ধে।' একজন ব্যবহারকারী দাবি করেছিলেন, "মনে রাখবেন ফারহান আক্তার সিএএ'র বিপক্ষে ছিলেন। আমাদের সময়। তুফানকে অন্ধকারে ছুঁড়ে ফেলে দাও।'
একজন ব্যবহারকারীর দাবি, ছবিটির মাধ্যমে ‘লাভ জিহাদ’ প্রচার করা হচ্ছে। আরও একজন বলেছেন, 'মনে রাখবেন ফারহান আখতার কাশ্মীরকে ভারত থেকে বাদ দিয়ে বিকৃত মানচিত্রটি শেয়ার করেছিলেন, যা বেশিরভাগ কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী ব্যবহার করেন। যারা কাশ্মীরকে ভারতের অংশ মনে করেন না। এখন, কেন আমরা ভারতীয়রা তাকে আমাদের দেশে তার ছবিটি মুক্তি দিতে দেব? '
তুফান পরিচালনা করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা এবং প্রযোজনা করেছেন এক্সেল এন্টারটেইনমেন্ট। এতে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, যিনি ফারহানের কোচের ভূমিকা রচনা করেছেন। ছবিটি আগামী ১৬ জুলাই অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে। সূত্র : ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।