Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শুরু হয়ে গিয়েছে রেস ৪-এর কাজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ২:৩০ পিএম

সব জল্পনার অবসান ঘটিয়ে শুরু হয়ে গিয়েছে রেস ৪-এর কাজ। শুধু তাই নয়, নির্মাতারা বছর শেষে সিনেমাটিকে দর্শকদের সামনে আনতেও চাইছেন। ভারত জুড়ে কোভিড পরিস্থিতিতে সব কিছুই টালমাটাল অবস্থায় চলছে। সেক্ষেত্রে করোনার অবস্থা বুঝে শুরু হবে ছবির শ্যুটিং। বর্তমানে রেস ৪-এর চিত্রনাট্য লেখার কাজ চলছে। ফ্র্যাঞ্চাইজির বাকি তিনটি সিকুয়েলের মতোই চতুর্থটিতেও স্ক্রিপ্টের দায়িত্বে রয়েছেন সিরাজ আহমেদ। চলছে পরিচালকের খোঁজও। প্রযোজক রমেশ তৌরানি শীঘ্রই পরিচালক নির্বাচন করবেন।

বলিউড সূত্রের খবর, প্রাথমিক ভাবে চিত্রনাট্য প্রস্তুত হওয়ার পরেই রেস ৪-এর অভিনেতাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে আগের দুই সিকুয়েলের দুই অভিনেতা সাইফ আলি খান অথবা সালমান খানের মধ্যে কেউ থাকবেন, না কি নতুন কোনও অভিনেতার দেখা পাওয়া যাবে, সেটাই এখন বিবেচ্য বিষয়।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত প্রথম দু'টি রেস-এ সাইফ আলি খান মুখ্য চরিত্রে থাকলেও রেস ৩-তে দেখা যায় সালমান খানকে। অন্যদিকে, প্রথম দু'টি সিনেমা পরিচালনা করেছিলেন আব্বাস-মস্তান, যেখানে তৃতীয় সিকুয়েলটিতে পরিচালনার দায়িত্বে ছিলেন রেমো ডি'সুজা।

রেস সিনেমার টানটান চিত্রনাট্য আর চমৎকার গান বক্স অফিসে প্রথম থেকেই বাজিমাত করেছিল। এর পরই ফ্র্যাঞ্চাইজি একের পর এক সিকুয়েল আনতে থাকে। রেস ৩-এর পরে অনেকেই ভেবেছিলেন নির্মাতারা হয় তো রেস ফ্র্যাঞ্চাইজি আর এগিয়ে নিয়ে যাবেন না। বক্স অফিসে সাফল্য পেলেও রেস ৩-এর গল্প নিয়ে নির্মাতাদের সিনে সমালোচকদের যথেষ্ট সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। তার পরেই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিকুয়েল আসা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা ছিল।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রথম রেস মুক্তি পেয়েছিল। সাইফ আলি খান ছাড়াও রেসে দেখা গিয়েছিল বিপাশা বসু, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর, সমীরা রেড্ডি, অক্ষয় খান্না-কে। এর পর রেস ২ আসে ২০১৩ সালে। রেস ২ তে নতুন সংযোজন হন দীপিকা পাডুকোন, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং জন আব্রাহাম। আর রেস ৩ মুক্তি পায় ২০১৮ সালে। রেস ৩ তে মুখ্য চরিত্রে সালমান খানই আসেন, পাশাপাশি বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীরই পরিবর্তন দেখা গিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ