প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিতর্ক যেন তার ছায়াসঙ্গী। ফের একবার বিপাকে কঙ্গনা রানাউত। প্রায় একবছর আগে ২০২০ সালের সেপ্টেম্বর মাসেই শেষ হয়ে গেছে কঙ্গনার পাসপোর্টের মেয়াদ। কিন্তু এরপর পাসপোর্ট রিনিউ করতে পারছেন না অভিনেত্রী। এর আগেও পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কারণে পাসপোর্ট অফিসের শরণাপন্ন হয়েছিলেন তিনি। কিন্তু সেই বারও বম্বে হাইকোর্ট জরুরি ভিত্তিতে কঙ্গনার আবেদনের শুনানি নাকোচ করে দেওয়া হয়।
সম্প্রতি বোম্বে হাইকোর্টে পাসপোর্ট অফিসের পক্ষ থেকে জানানো হয়, পাসপোর্ট রিনিউ করার আবেদনপত্র ঠিক নেই। বেশ কিছু জায়গা বদলাতে হবে বলেও জানানো হয়। আবদনপত্র খুঁটিয়ে দেখলে বোঝা যাবে তাতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। ফলে পাসপোর্ট অফিস নিয়মের বিরুদ্ধে যেতে পারবেন না, তাই এই বদলের পর অভিনেত্রীর এই ডকুমেন্ট রিনিউ করা সম্ভব হবে।
এদিন রিজিওনাল পাসপোর্ট অফিসের পক্ষ থেকে হাজির ছিলেন অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অনিল সিং। তিনি দুই বিচারক এসএস শিন্ডে ও রেবতী মোহিতে-ধীরেকে জানান, কঙ্গনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে। এমনকি অনিল সিং জানিয়েছেন, যদি কঙ্গনার আইনি পরামর্শদাতা ব্যারিস্টার রিজওয়ান সিদ্দিকি ওই ঘটনা আদালতের সামনে স্পষ্টভাবে তুলে ধরেন ও পাসপোর্ট অ্যাপলিকেশনে প্রয়োজনীয় পরিবর্তন করেন, তবে পাসপোর্ট অফিসার কঙ্গনা রানাউতের আবেদন ভেবে দেখতে পারেন। দুই বিচারপতির বেঞ্চ মেনে নিয়েছে সিং-এর এই আবেদন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।