Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয়ের জন্য পড়াশুনা ছাড়লেন ইরফান পুত্র বাবিল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ১০:০৯ এএম

কিছুদিন আগেই পরিচালক সুজিত সরকারের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন ইরফান পুত্র বাবিল খান। সামাজিক মাধ্যমে সেই কথা জানিয়েছেন বাবিল। ক্যারিয়ারের দ্বিতীয় ছবিতে পরিচালক হিসেবে সুজিত সরকারের সঙ্গে কাজ করতে চলেছে সে। ছবির প্রযোজনায় রনি লাহিড়ি। বাবার পদচিহ্ন অনুসরণ করে শীঘ্রই অভিনেতা হিসেবে যাত্রা শুরু করতে চলেছেন বাবিল। কিন্তু এবার অভিনয়ের জন্য কলেজ ছাড়ছেন তিনি। সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে জানিয়েছেন একথা। বন্ধুদের উদ্দেশে দু-চার কথা লিখেছেন বাবিল।

সোশ্যাল মিডিয়ায় বাবিল জানিয়ে দিলেন, পুরো সময়টা তিনি এখন দিতে চান অভিনয়েই। আর সেই কারণে প্রথাগত শিক্ষা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি।

বাবিল লিখলেন, ‘মুম্বাইয়ে আমার বন্ধুত্বের বৃত্তটা অনেকটাই কম। খুব বেশি ২ থেকে ৩ জনই আমার বন্ধু। তবে তারা হৃদয়ে আলাদা জায়গা করে রেখেছেন। তবে বিশ্ববিদ্যালয়ে গিয়ে নতুন এক পরিবেশ পেয়েছিলাম। ঠিক বাড়ির মতো। তার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে সেই বাড়ি ছাড়ছি। সিনেমায় স্নাতকের পড়াশোনা থেকে নিজেকে সরিয়ে নিলাম। বিদায় ওয়েস্ট মিনস্টার বিশ্ববিদ্যালয়। বন্ধুদের আমি ভালবাসি। তোমাদের মিস করব।’

উল্লেখ্য, ওটিটি ফিল্ম ‘কোয়ালা’তে ডেবিউ করতে দেখা যাবে বাবিলকে। তার বিপরীতে রয়েছেন তৃপ্তি ডিমরি ও স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি পরিচালনার দায়িত্বে অনভিতা দত্ত। একের পর এক ছবিতে কাজের সুযোগ পাওয়ায় আপাতত পড়াশোনাকে দূরে সরিয়ে বাবিল পুরো মন দিতে চাইছেন অভিনয়েই। বাবার মতোই পুরোদস্তুর অভিনয়কে পেশা হিসেবে বেছে নিলেন বাবিল। তবে বাবার সঙ্গে কাজ করা হল না, এ আক্ষেপ তার থেকেই যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ