Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৩৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ৯:৪০ এএম

গত সাড়ে তিন মাসের মধ্যে করেনা ভাইরাসের বিশ্বে সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে সব চেয়ে কম মানুষ। বলা যায় বিশ্বে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের তীব্রতা কমতে শুরু করেছে।


ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ২ লাখ ৯৫ হাজার ২২৯ জন সংক্রমিত হয়েছে যা ৩ মাস ১৩ দিনের মধ্যে সবচেয়ে কম।

এর আগে গত ৮ মার্চ সর্বনিম্ন ২ লাখ ৯৪ হাজার ৭১৫ জন সংক্রমিত হয়েছিলেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৬ হাজার ২৩৩ জন যা ৩ মাস ৭ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৪ মার্চ ৬ হাজার ১৬৮ জনের মৃত্যু হয়েছিল।

বিশ্বে করোনার মোট সংক্রমণ ১৭ কোটি ৯২ লাখ ৪৫ হাজার ৩৮৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩৮ লাখ ৮১ হাজার ৮৯০ জন।

করোনা সংক্রমণে দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে সংক্রমণ কমে আসায় বৈশ্বিক পরিসংখ্যানে এর প্রভাব পড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন ৫০ হাজারের বেশি। মারা গেছেন ১১শ’র বেশি।

এছাড়া করোনা মহামারীতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ ৫ হাজারের নিচে নেমে এসেছে। দেশটিতে একদিনে মারা গেছেন ৮৬ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ