Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আমিও এখানে সেলফি তুলতে চাই’ : সোনু সুদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ২:৫৯ পিএম

বিশাল এক ওয়াল পেইন্টিং। রঙ তুলিতে তাতে আঁকা সোনু সুদের মুখ। তার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন এক কিশোর ও এক যুবক। সোনু সুদের অনুরাগী তাঁরা। কিন্তু ছবি তোলার সময় তাঁরা ভাবতেও পারেননি, তাঁদেরই ছবি ট্যুইট করবেন খোদ সোনু সুদ!

আজ নিজের ট্যুইটার প্রোফাইল থেকে দুটি ছবি শেয়ার করেছেন সোনু সুদ। সেখানে দেখা যাচ্ছে, বিশালাকার এক দেওয়াল চিত্রের সমানে দাঁড়িয়ে রয়েছেন ২ জন। ছবি দুটি ট্যুইট করে সোনু লেখেন, 'আমিও এখানে একটা সেলফি তুলতে চাই।'

এই প্রথম নয়, অনুরাগীদের সবসময়ই মর্যাদা দিয়ে এসেছেন সোনু সুদ। হয়ত সেজন্যই মানুষ তাঁকেও ফিরিয়ে দিয়েছে শ্রদ্ধা। সম্প্রতি ভেঙ্কটেশ নামে এক ছাত্রের কথা ফেসবুক থেকে জানতে পারেন সোনু। ৭০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে করোনা কালের মসিহার সঙ্গে দেখা করতে এসেছিলেন এক ছাত্র। হায়দরাবাদ-মুম্বাই হাইওয়ে ধরে হাঁটতে হাঁটতে এসেছিলেন তিনি। হাতের পোস্টারে লেখা ছিল,' সোনু সুদ, দ্য রিয়েল হিরো।'

তাঁর হাঁটার ভিডিও ট্যুইট করে সোনু লিখেছিলেন, 'আমি জানি তোমরা সবাই আমায় ভালোবাসো। কিন্তু নিজের জীবন বিপদে ফেলো না।' আস মুম্বাই পৌঁছে সোনুর সঙ্গে দেখা করেন সেই তরুণ। তাঁর সঙ্গে ছবিও তোলেন সোনু। সেই ছবি নিজে ট্যুইট করে সোনু লিখেছিলেন, 'ভেঙ্কটেশ নামের এই ছেলেটি খালি পায়ে হায়দরাবাদ থেকে মুম্বাই হেঁটে এসেছে কেবল আমার সঙ্গে দেখা করবে বলে। নিজের জন্য কোনও যানবাহন জোগাড় করার চেষ্টাও করেনি। ওর প্রতি আমি কৃতজ্ঞ। তবে আমি কখনোই কাউকে এই ধরনের কাজ করতে উৎসাহিত করব না।'

সম্প্রতি সোনু সুদকে শ্রদ্ধা জানাতে তাঁর ছবি ছাপা হয়েছিল গোটা একটা বিমান জুড়ে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সোনু লিখেছিলেন, ‘ মোগা থেকে ‘অসংরক্ষিত টিকিটে মুম্বাই আসার দিনগুলো খুব মনে পড়ছে। এত ভালোবাসার ধন্য ধন্যবাদ। আমার বাবা-মায়ের কথা খুব মনে পড়ছে।‘



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ