বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্দর মহালখান বাজারে সরকারি খাস জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা দোকান ৫ টি দোকান উচ্ছেদ ও ১১ শতক জায়গা দখল মুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম ও কর্ণফুলী থানার পুলিশ সদস্যরা।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ সাংবাদিকদের জানান, উপজেলার বন্দর মহালখান বাজারের ১১ শতক সরকারি খাস জমিতে স্থানীয় কিছু লোক অবৈধ ভাবে দখল করে ৫ টি দোকান গড়ে তুলেছে। এতে করে বাজারের দৈনন্দিন কার্যক্রম,সাপ্তাহিক বাজার ও বন্দর সেন্টার থেকে বটতলী মোহছেন আউলিয়া ব্যস্ততম সড়কে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়। মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ৫ টি দোকান উচ্ছেদ ও ১১ শতক জায়গা দখল মুক্ত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।